এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভুয়ো রেশন কার্ড , মোটা অঙ্কের লুট ! শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে পর্দা ফাঁস করলেন দিলীপ।

ভুয়ো রেশন কার্ড , মোটা অঙ্কের লুট ! শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে পর্দা ফাঁস করলেন দিলীপ।


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বর্তমানে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে ব্যাপক চাপের মুখে পড়ে রয়েছে রাজ্য সরকার যেখানে দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিরোধীরা ,এমনকি বিধানসভাতেও এই একই প্রসঙ্গে সরব হয়েছে বিরোধীরা।আর এরই মধ্যেই এবার নতুন করে রেশন ব্যাবস্থাতেও দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এদিন দিলিপ ঘোষ জানান রাজ্য প্রচুর ভুয়ো রেশন কার্ড তৈরি করে কেন্দ্রের মোটা অঙ্কের টাকা লুট করেছে রাজ্য সরকার ।

বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলিপ ঘোষ অভিযোগ করেন ‘‌কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী এই রাজ্যে ভুয়ো রেশন কার্ডের সংখ্যা ৬৮ লক্ষেরও বেশি। কেন্দ্র প্রতি মাসে কার্ড পিছু প্রায় ৩৫০ টাকা করে ভর্তুকি দেয়। এক বছরে মাথা পিছু মোট ৪ হাজার ২০০ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। একটি কার্ডে ৪ হাজার ২০০ টাকা চুরি হলে ৬৮ লাখ কার্ডে বছরে ২ হাজার ৮৫৬ কোটি টাকা চুরি করেছে তৃণমূল ।করোনার জন্য প্রায় দু’বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেখানে ভুয়ো রেশন কার্ড তৈরি করে কোটি কোটি টাকা লুঠ করেছে তৃণমূল ।’

স্বভাবতই এদিন  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তার এই বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণে পাশাপাশি মোটা অঙ্কের দূর্নীতির তথ্য ফাঁস করে শাসক দলের বিড়ম্বনা অনেকটা বাড়িয়ে দিলেন তা বলার অপেক্ষা রাখে না ।তবে এদিকে তবে এদিকে ভুয়ো রেশন কার্ড নিয়ে এ ধরনের অভিযোগকে একেবারে কার্যত খন্ডন করে দিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানান  ‘‌দিলীপবাবুর কোনও কথারই আমরা উত্তর দেব না। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েও তাঁকে সঙ্গে রাখেন না, তার কথার আবার কোনও দাম আছে নাকি? ওর কথার আর কী উত্তর দেব?’‌ সব মিলিয়ে এখন দেখার বিষয় গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!