এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভুয়ো টিকাকরণ কান্ড নিয়ে এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ করলেন বিস্ফোরক অভিযোগ, তীব্র চাঞ্চল্য

ভুয়ো টিকাকরণ কান্ড নিয়ে এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ করলেন বিস্ফোরক অভিযোগ, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টসম্প্রতি রাজ্যজুড়ে ভুয়ো টিকাকরণ নিয়ে ব্যাপক অস্বস্তিতে রাজ্য শাসক দল। প্রশাসনিক ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে টিকা দিতে গিয়ে সম্প্রতি ধরা পড়েছে বড় চক্রান্ত। একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হচ্ছে অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। তাই নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। শনিবার উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং সেখান থেকেই তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলকে। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, তৃণমূলের অনেক নেতাই জড়িত আছেন ভুয়ো টিকাকরণ কান্ডে।

এখন বেকায়দায় পড়ে দেবাঞ্জন দেবকে কেউ চিনতে চাইছেননা। পাশাপাশি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, এরকম ঘটনা বড় আকারে চলছে গোটা রাজ্যজুড়ে। এখনো তাঁদের অনেকেই ধরা পড়েনি। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, শিলিগুড়িতেও টিকাকরণের জন্য টাকা নিচ্ছে পুরনিগম। অন্যদিকে দেবাঞ্জন দেবকে নিয়ে অভিযোগ জানাতে গিয়ে দিলীপ ঘোষ জানান, ভুয়ো টিকাকান্ডে ধৃতকে একসময় সরকারি নিরাপত্তা দেওয়া হতো। একের পর এক ছবিতে তা ধরাও পড়েছে। ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের অনেক নেতাই পরিচিত ছিলেন। কিন্তু এখন সবাই অন্য কথা বলছেন। একইসাথে সিবিআই তদন্ত নিয়ে দিলীপ ঘোষের দাবি, রাজ্য সরকার এই ঘটনার সঙ্গে জড়িত বলে সিবিআই তদন্ত হচ্ছেনা।

অন্যদিকে সম্প্রতি রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন উঠেছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবী নিয়ে। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, ব্যক্তিগত দাবি অনুযায়ী উত্তরবঙ্গ ভাগ করার কথা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে রাজ্য বিজেপি কখনোই চায় না বাংলা ভেঙে অন্য রাজ্য হোক। সেক্ষেত্রে যদি এরকম কিছু হয়, তাহলে ওই রাজ্যের মানুষ এবং কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই তবে তা হবে। অন্যদিকে শোনা যাচ্ছে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার প্রতিবাদে গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি দলবল নিয়ে তৃণমূলে যোগ দেন। অনেক বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। আর তাই নিয়েই দিলীপ ঘোষ স্পষ্টভাষায় জানিয়েছেন, বিজেপি থেকে কোন বিধায়ক আর তৃণমূলে যাবেননা। যা রটছে তার পুরোটাই মিথ্যে। কারণ যারা যাবার তাঁরা ইতিমধ্যেই চলে গিয়েছেন। পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়েছেন, জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে এসে তিনি দলের সঙ্গে আগামী দিনের কর্মসূচি নিয়ে মিটিং করবেন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ভুয়ো টিকাকরণ কান্ড যেভাবে সামনে এসেছে ও প্রায় প্রতিদিনই একের পর এক তথ্য উন্মোচন হচ্ছে, এবং সর্বোপরি ধৃতের সঙ্গে একের পর এক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে তা নিয়ে কার্যত চাপের মুখে রাজ্য সরকার। এই অবস্থায় তৃণমূল নেত্রী ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু বিরোধীরা এত সহজে ছেড়ে দিতে নারাজ। একের পর এক অভিযোগ সামনে এনে গেরুয়া শিবির কার্যত তৃণমূল সরকারকে কোণঠাসা করতে ব্যস্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!