এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভুয়ো ভ্যাক্সিনেশন নিয়ে একের পর এক জনস্বার্থ মামলা জমা পড়ছে হাইকোর্টে, চাপের মুখে রাজ্য সরকার

ভুয়ো ভ্যাক্সিনেশন নিয়ে একের পর এক জনস্বার্থ মামলা জমা পড়ছে হাইকোর্টে, চাপের মুখে রাজ্য সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে ভ্যাক্সিনেশন নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ইতিমধ্যে। ভুয়ো ভ্যাকসিনেশনের অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেব সামনে এসেছে। তিনি নিজেকে সরকারি অধিকর্তা বলে পরিচয় দিয়েছেন এতদিন, যেটি সম্পূর্ণভাবে মিথ্যা। এত বড় ঘটনা সামনে আসার পর মুখ্যমন্ত্রী নিজেও প্রকাশ্যে জানিয়েছেন, এই ঘটনার দায় পুরসভা এবং পুলিশ অস্বীকার করতে পারেনা। আর এবার ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্প নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, একটি মামলা করেছেন আইনজীবী তাপস মাইতি। দ্বিতীয় মামলাটিও একজন আইনজীবির পক্ষ থেকেই করা হয়েছে, কিন্তু তৃতীয় মামলাটি করেছেন একজন যুব বিজেপি নেতা।

কার্যত মামলা করে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটি মামলাতেই ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্পের বিরুদ্ধে তদন্তের দাবী করা হয়েছে। এক্ষেত্রে তদন্ত যে স্বাধীন ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন, সে দাবিও জানানো হয়েছে আদালতে। এই মামলা প্রসঙ্গে আইনজীবী তাপস মাইতির পক্ষ থেকে ভুয়ো টিকাকরণ ক্যাম্পের পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়ি লক্ষ টাকার কোভিড কিটস চুরির বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। তাই নিয়েও তিনি তদন্তের দাবি জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা হাইকোর্টে তাপস মাইতিকে এর আগেও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইনজেকশন চুরির ঘটনায় মামলা করতে দেখা গিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, রাজ্য সরকারের অধীনস্থ কোন তদন্তকারী সংস্থা যেন এই তদন্তে জড়িত না হয় সে আবেদনও করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের রিপোর্ট তলব করা হয়েছে ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে। এই সমস্ত মামলাতেই একটাই আবেদন, ঘটনায় অভিযুক্ত অফিসার এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা যেন গ্রহণ করা হয়।

এক্ষেত্রে মামলাকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ কাজকর্ম চলতে থাকলে রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এই মামলার পরিপ্রেক্ষিতে অবশ্য এখনও রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভুয়ো টিকাকরণের পেছনে দুর্নীতিতে যুক্ত থাকলে যে কাউকেই রেয়াত করা হবেনা সেই ইঙ্গিতই দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু হয়ে গিয়েছে এবং তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে প্রায় প্রতিদিন। আপাতত হাইকোর্টের মামলার জল আগামীদিনে কোন দিকে গড়ায়, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!