এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কান্ড ঘিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

ভুয়ো ভ্যাকসিন কান্ড ঘিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কান্ড ধরা পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত রাজ্যে যখন ভ্যাক্সিনেশন নিয়ে ব্যাপক তোরজোড় চলছে, ঠিক সেসময় ভুয়ো ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। আর তার জেরেই একের পর এক চাঞ্চল্যকর খবর সামনে আসতে শুরু করে। প্রথমেই ধরা পড়ে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটি ভুয়ো ভ্যাকসিন। এমনকি কলকাতা পুরসভার যে আধিকারিকের দায়িত্বে এই ভ্যাক্সিনেশন ক্যাম্পটি চলছিল, তিনিও ভুয়ো বলে দেখা যাচ্ছে।

আর এবার জালিয়াতিতে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সাথে একের পর এক শাসক দলের নেতার সম্পর্ক সামনে আসছে, আর তাই নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন এবং বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, অভিযুক্ত জালিয়াত দেবাঞ্জন দেবের সঙ্গে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এদিন ডঃ সুভাষ সরকার অভিযোগ করেছেন, দেবাঞ্জন দেব কলকাতা কর্পোরেশনের নাম নিয়ে দীর্ঘদিন ধরেই এই টিকাকরণ কর্মসূচী চালাচ্ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে কতজন মানুষ ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। কেউ বলছেন 2000 জনের টিকাকরণ হয়েছে, আবার কেউ বলছেন 500 জনের টিকাকরণ হয়েছে। অন্যদিকে এদিন সুভাষ সরকার সাংবাদিক বৈঠক থেকে দেবাঞ্জন দেবের বেশ কয়েকটি ছবি সামনে আনেন, যেখানে দেখা যাচ্ছে দেবাঞ্জনের সঙ্গে যেমন শান্তনু সেনের ছবি রয়েছে, ঠিক সেভাবেই ফিরহাদ হাকিমের সঙ্গেও ছবি রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক জল্পনা বেড়েছে।

অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতিতে বহু মানুষের সঙ্গেই ছবি তুলতে হয়। সেখানে কে ভালো, কে মন্দ তার বিচার করা যায়না। স্বাভাবিকভাবেই দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের সম্পর্ককে হাতিয়ার করে এবার গেরুয়া শিবির ময়দানে নামতে চলেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দেবাঞ্জন দেব এই মুহূর্তে পুলিশের হাতে। তাকে জেরা করে অন্য কোন নতুন তথ্য উঠে আসে, সেটাই দেখার। পাশাপাশি ভুয়ো ভ্যাক্সিনেশন কান্ড ফিরে কার্যত তৃণমূল প্রশাসনকেই যে বিপাকে পড়তে হয়েছে, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!