এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন নিয়ে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির, বিতর্ক তুঙ্গে

ভুয়ো ভ্যাকসিন নিয়ে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টভুয়ো ভ্যাকসিন কান্ড ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সর্বত্র। সামনে এসেছে প্রতারক দেবাঞ্জন দেবের নাম। প্রসঙ্গত, কিছুদিন আগে কসবা এলাকায় একটি করোনার প্রতিষেধক ক্যাম্প চলছিল আর সেখানে টিকা নিতে গিয়েছিলেন সাংসদ মিমি চক্রবর্তী। টিকা নেওয়ার পর বেশ কিছু অসংগতি লক্ষ্য করেন তিনি এবং এরপরেই সামনে আসে ভুয়ো ভ্যাকসিন কান্ড, এই মুহূর্তে যা রাজ্য রাজনীতিতেও ঝড় তুলেছে। যত সময় যাচ্ছে, ততই দেবাঞ্জন দেবের একেকটি কীর্তি সামনে আসছে এবং রীতিমত অবাক হয়ে যাচ্ছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। অন্যদিকে এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে তৃণমূলকে কোণঠাসা করতে নেমে পড়েছে বিজেপি।

প্রসঙ্গত নিজেকে এতদিন পর্যন্ত দেবাঞ্জন দেব যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে সর্বত্র জালিয়াতি করে বেরিয়েছে। এমনকি তাঁর সাথে প্রকাশ্যে ছবি এসেছে ফিরহাদ হাকিম, শান্তনু সেন, দেবাশীষ কুমারের মতন হেভিওয়েট তৃণমূল ব্যক্তিত্বের। একই সাথে দেবাঞ্জন দেবকে নিয়ে তদন্ত চলাকালীন সামনে এসেছে আরও একটি ঘটনা। দেখা যাচ্ছে, তালতলায় একটি রবীন্দ্র ফলক রয়েছে যেখানে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ এর নামের সাথে রীতিমতো জ্বলজ্বল করছে দেবাঞ্জন দেবের নাম। অন্যদিকে দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের নেতাদের নাম আসায় স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তিতে রাজ্যের শাসক দল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার সামনে এলো আরো একটি চাঞ্চল্যকর বিতর্ক। জানা যাচ্ছে, কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় একটি রক্তদান শিবিরের ছবি শেয়ার করা হয়েছিল এবং সেই ছবিতে মঞ্চে ছিলেন এই দেবাঞ্জন দেব। বিতর্ক থেকে নিজেদেরকে আলাদা রাখতে কলকাতা পুলিশ সেই ছবি টুইটার থকে ছবি ডিলিট করে দেয় বলে অভিযোগ বিজেপির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় টুইট করে অভিযোগ করেছেন, প্রমাণ লোপাট করতে ছবি ডিলিট করেছে কলকাতা পুলিশ। যদিও এই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে ভুয়ো ভ্যাকসিন কান্ডের রহস্যের তদন্তে পরতে পরতে উঠে উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। রবিবার রাতে দেবাঞ্জনকে তার বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আপাতত দেবাঞ্জনের প্রতারণার জাল কতদূর ছড়ানো রয়েছে যে তা গোটাতেই রীতিমত হিমশিম খাচ্ছে পুলিশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দেবাঞ্জন দেব রাজ্য রাজনীতিতেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন ইতিমধ্যে এবং তাঁকে কেন্দ্র করেই এই মুহূর্তে শাসক-বিরোধী উত্তপ্ত তরজা ক্রমশ বাড়ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!