এখন পড়ছেন
হোম > জাতীয় > ওয়েইসির পাখির চোখ মুর্শিদাবাদ! মিমকে আটকাতে এবার ময়দানে নামল ইমামদের সংগঠন, শুরু জল্পনা

ওয়েইসির পাখির চোখ মুর্শিদাবাদ! মিমকে আটকাতে এবার ময়দানে নামল ইমামদের সংগঠন, শুরু জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে সাফল্য এসেছিল আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএমের। এরপর থেকেই এআইএমআইএম বা মিম পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়। রাজ্যের বেশকিছু সংখ্যালঘু-অধ্যুষিত জেলায় প্রার্থী দেওয়ার সিদ্ধান্তর কথা জানান আসাউদ্দিন ওয়াইসি। সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলাকে বিশেষভাবে টার্গেট করেছে এআইএমআইএম। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে দলীয় কর্মসূচি নিতে শুরু করেছে মিম। এবার মিমকে রুখতে বিশেষভাবে সচেষ্ট হল মুর্শিদাবাদের ইমাম-মুয়াজ্জিনদের সংগঠন ‘অল ইন্ডিয়া ইমাম-মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’।

প্রসঙ্গত, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলাকে বিশেষভাবে টার্গেট করেছে এআইএমআইএম। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে রাজনৈতিক কর্মসূচি করতে শুরু করেছে মিম। দলের হয়ে শুরু করেছে প্রচার। মিমকে ঠেকাতে উদ্যোগী হয়েছে ‘অল ইন্ডিয়া ইমাম-মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। ইমাম- মুয়াজ্জিনদের এই সংগঠন মিমের বিরুদ্ধে মানুষকে বোঝাতে শুরু করেছে।

এ প্রসঙ্গে ‘অল ইন্ডিয়া ইমাম-মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক জানান যে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের থেকে জেলা বাসীদের সাবধান থাকতে জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদ জেলার জনৈক ইমাম জানালেন যে, বিজেপি যেমন সাম্প্রদায়িক রাজনীতি করে থাকে। তেমনি একইভাবে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে ভেদাভেদের রাজনীতি করছে মিম। একারণেই জেলাবাসীকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

এই সংগঠনের জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক আরও জানিয়েছেন যে, কেউ তাদের এই প্রচারে এগিয়ে আসার নির্দেশ দেননি। নিজের তাগিদেই মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য স্বতঃস্ফূর্তভাবে প্রচার চালাচ্ছেন তাঁরা। তিনি আরও জানিয়েছেন যে, ইতিমধ্যেই মানুষকে সচেতন করার কাজ শুরু হয়েছে। কাল থেকে তাঁরা আরও ব্যাপক প্রচারের নামতে চলেছেন।

অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় ইমাম তথা ওয়াকফ বোর্ডের সদস্য নিজামুদ্দিন বিশ্বাস জানালেন যে, তাঁরা মুর্শিদাবাদে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে থাকেন। যারা ভেদাভেদের রাজনীতি করে থাকে, জেলাকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের থেকে দূরে থাকার কথা বলছেন তিনি। তিনি আরও জানান যে, ভোট দেওয়া সকলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত না করার আহ্বান জানাচ্ছেন তিনি সকলকে।

প্রসঙ্গত, মিমের মুর্শিদাবাদ জেলার জনৈক নেতা আসাদুল শেখ ইমাম মুয়াজ্জিনদের সংগঠনের প্রচার সম্পর্কে জানালেন, ‘‘ আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না। মানুষ তা ভাল করেই জানেন। কিছু দালাল রয়েছে, যাঁরা দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) কথায় এ সব কথা বলছেন।’’ প্রসঙ্গত, মিমকে নিয়ে অস্বস্তি বাড়ছে শাসকদল তৃণমূলের। সংখ্যালঘু ভোটব্যাংকে ভাগ বসিয়ে, সংখ্যালঘু ভোট কেটে মিম বিজেপির সুবিধা করে দিতে পারে বলে আশঙ্কা আছে শাসকদল তৃণমূলের। তাই মিমের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!