এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় শিল্পের জোয়ার আনতে এবার মুম্বইয়ে বণিকসভার বৈঠকে যোগ মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পের জোয়ার আনতে এবার মুম্বইয়ে বণিকসভার বৈঠকে যোগ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ডাকে রাজ্যে ইতিমধ্যেই শিল্পস্থাপনে আগ্রহী হয়েছে ইনফোসিস-আরমেকোর মতো বড় শিল্পসংস্থা। আর তাতেই উৎসাহিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুম্বই পারি দিচ্ছেন বণিকসভার বৈঠকে যোগ দিতে, সঙ্গে যাচ্ছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব মলয় দে। সূত্র মারফত জানাযাচ্ছে, রীতিমত হোমওয়ার্ক করে মুম্বইয়ের বণিকসভার মন জয়ে যাচ্ছেন টীম মমতা। এই বৈঠককে মুখ্যমন্ত্রী পাখির চোখ করছেন রাজ্যে শিল্পে লগ্নি আনার জন্য। এই বৈঠকে যোগ দিয়ে শিল্পদ্যোগীদের কাছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি।
এছাড়াও আগামী ১৬-১৭ জানুয়ারি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানাবেন বণিকসভাকে। এর আগে শিল্পমন্ত্রী অমিত মিত্র মুম্বইয়ে গিয়ে জুয়েলারি ও চর্ম শিল্পসংস্থার কর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। রাজ্যে হাওড়ার ডোমজুড়ে জুয়েলারি হাব করার পরিকল্পনাও নিয়েছে। মুম্বইয়ের অন্যতম বড় জুয়েলারি সংস্থা ‘গীতাঞ্জলি’ এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা জুয়েলারি হাব তৈরি করবে। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, মুম্বইয়ের বণিকসভাকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আনা গেলে প্রভুত উন্নতি হবে বাংলার শিল্পের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!