এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যপালকে তথ্য দিচ্ছে না নবান্ন! মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক চিঠি ধনকরের! চাঞ্চল্য রাজ্যে

রাজ্যপালকে তথ্য দিচ্ছে না নবান্ন! মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক চিঠি ধনকরের! চাঞ্চল্য রাজ্যে


ফের রাজ্যে তৃণমূল ও রাজ্যপালের সংঘাত বাঁধলো। জানা যাচ্ছে যে, সাত দিনের মাথায় ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল।আর চিঠিতেই রয়েছে ফের রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। ৭ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেন রাজ্যপাল তার কোনো উত্তর পাননি বলে জানিয়েছেন তিনি আর সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করে ফের এদিন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বলে জানা গেছে।

৬ মে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে জানানো হয় যে, আগামী ৮ মে থেকে কলকাতা পুরসভার দায়িত্ব সামলাবে ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ড। রাজ্যপালের তরফ থেকে অভিযোগ ওঠে যে, রাজ্যপালকে এই নিয়ে কোনো আলোচনা না করেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই নিয়েই সেদিনই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে বিস্তারিত জানতে চেয়ে রাজভবন থেকে চিঠি পাঠানো হয় ।

কলকাতা পুরসভার বিষয়ে এই সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে, তা কী প্রক্রিয়ায় গৃহীত হল এবং কার নির্দেশে হল, তা রাজ্যপালকে কেন জানানো হয়নি, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়, কিন্তু রাজভবনের সে চিঠির কোনও জবাব মুখ্যসচিব দেননি। এর পরের দিন রাজ্যপাল নিজেই চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেই চিঠিরও কোনো উত্তর দেননি মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই কারণেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন তিনি। তিনি লিখেছেন, ‘মুখ্যসচিবের কাছে চিঠি দিয়ে কিছু তথ্য জানতে চেয়েছিলাম। উনি সেগুলি না দেওয়ায় আমি আপনার কাছেও তা জানতে চেয়েছিলাম। এখনও পর্যন্ত সেই তথ্যের অপেক্ষায় রয়েছি।’

জানা যাচ্ছে তিনি চিঠিতে আরো লিখেছেন যে, ‘আপনি যেমন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্বপূরণের ক্ষেত্রে সংবিধানকে অনুসরণ করে চলতে প্রতিজ্ঞাবদ্ধ, আমিও রাজ্যপাল হিসেবে তার রক্ষণ ও নিরাপত্তাবিধানে। কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি সংক্রান্ত যে তথ্য জানতে চাওয়া হয়েছে তা সঙ্গতভাবে অনুচ্ছেদ ১৬৭-র অন্তর্ভুক্ত… অনুচ্ছেদ ১৬৭ অনুযায়ী রাজ্যপালের প্রতি দায়িত্বপালনের ক্ষেত্রে আপনার এই লাগাতার নীরবতা দুর্ভাগ্যজনক ও অনুচ্ছেদ ১৬৪-র শপথের পরিপন্থী এবং সংবিধানের স্বত্তা ও ভাবেরও বিরোধী।’

শেষে এই চিঠি পাওয়ার পরই অবিলম্বে তাঁর উত্তর দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে। যদিও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই চিঠির উত্তর দেননি পরে দেবেন কিনা তাও জানা যায়নি। আর এই নিয়েই শুরু ফের জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!