এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উলটপুরাণ! মুখ্যমন্ত্রীর দারুন কাজের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল! অবাক রাজ্য রাজনীতি

উলটপুরাণ! মুখ্যমন্ত্রীর দারুন কাজের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল! অবাক রাজ্য রাজনীতি


এমন দিন রাজ্যের মানুষ দেখবে, তা সত্যিই কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। রাজ্যের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকর দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের সঙ্গে তার চরম বিরোধিতা শুরু হয়েছিল। বিভিন্ন বিষয়ে রাজ্য বনাম রাজ্যপালের তিক্ততা প্রকাশ্যে চলে আসে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে প্রশাসনিক প্রধান বনাম সাংবিধানিক প্রধানের তরজা দেখে রীতিমতো আশ্চর্য হয় রাজনৈতিক মহল। তবে প্রতিনিয়ত এই তরজা অব্যাহত থাকায় তা আদৌ ঠিক হবে না বলে ধরে নিয়েছিল রাজনৈতিক মহল।

কিন্তু এবার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ইস্যু তুলে ধরে প্রতিনিয়ত সরকারকে কটাক্ষ করতেন রাজ্যপাল জগদীপ ধনকর, সেই রাজ্যপাল এবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। বস্তুত, করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যে হঠাৎ করে উদ্ভূত হয়েছে ঘূর্ণিঝড় আমপানের আশঙ্কা। আর প্রথম থেকেই এই ঘূর্ণিঝড় আটকাতে তৎপর রাজ্য প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলোতে জারি হয়েছে সতর্কবার্তা। আর এমত পরিস্থিতিতে এবার ঘূর্ণিঝড় আমপানের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু মুখ্যমন্ত্রী নন, এই ব্যাপারে ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। জানা গেছে, পশ্চিমবঙ্গের জন্য প্রায় এনডিআরএফের 40 টি দল কাজ করছে। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় সেই সমস্ত দল তাদের কাজ শুরু করে দিয়েছে। আর এবার করোনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল যেভাবে দুর্যোগ মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রশংসা করলেন, তাতে কার্যত হতবাক রাজনৈতিক মহল। অনেকে বলছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা গিয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরকে।

যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে পাল্টা জবাব দিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত রূপ দেওয়া হয়েছিল বলে দাবি একাংশের। শুধু তাই নয়, রাজ্যপালের অফিস বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে বলেও দাবি করেছিল রাজ্যের শাসক দল। তবে বরাবরই রাজ্যপালের পক্ষ থেকে নিরপেক্ষতার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে রাজ্যের কিছু বিষয় নিয়ে তিনি উস্মা প্রকাশ করলেও, আমপান মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজের প্রশংসা করে রাজ্যপাল প্রমাণ করে দিলেন যে, তিনি সঠিক ভূমিকা পালন করছেন – বলে অভিমত রাজনৈতিক মহলের।

যার পরিপ্রেক্ষিতে এবার এতদিন রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির সঙ্গে সমঝোতার অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে তোলা হলেও, রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করায় তৃণমূল অনেকটাই চাপে পড়ল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে সকলে বলছেন, রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্ক এবার অন্তত ঠিক হোক। মানুষ আগে বিপদ থেকে পরিত্রাণ পাক। তার জন্য সরকার হোক বা রাজ্যপাল, প্রত্যেকের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। তাই বর্তমান পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রাজ্যপাল সরকারের পাশে থাকার বার্তা দিলেন বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!