এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি হিসাবে বাংলায় ফিরল কোমর্বিডিটি তত্ত্ব! তাতেও কি করোনা আতঙ্ক কমছে?

সরকারি হিসাবে বাংলায় ফিরল কোমর্বিডিটি তত্ত্ব! তাতেও কি করোনা আতঙ্ক কমছে?


আতঙ্কের সংজ্ঞা হিসাবে করোনাভাইরাস ক্রমাগতই রাজ্যে থাবা বসিয়েছে। শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৪ জন এবং হাওড়াতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৪ জন। কেবলমাত্র কলকাতাতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৯৫ জন এবং কো-মর্বিডিটির কারণে মৃত্যু হচ্ছে ৫২ জনের। এদিকে গোটা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩৮ জন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর গত শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪২৭ জন।

এরপর গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন। প্রসঙ্গত ভিন রাজ্য থেকে যারা ফিরেছেন তারা প্রত্যেকেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি এই পরিসংখ্যান বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ‌ ৩৯ হাজার ৪৮৮ জন। বর্তমানে সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ২২ হাজার ৬৬৯ জন এবং হোম কোয়ারান্টিনে রয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ১৭৩ জন। প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিসংখ্যান দেখে জানা যাচ্ছে গত শুক্রবার এবং শনিবার দুদিনই করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ জনের ওপরে এসে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে শুক্রবারের আগের তিন দিন এই পরিসংখ্যান ছিল ৩০০ করে প্রতিদিন। সম্প্রতি তিনটি নতুন করোনা টেস্টের ল্যাবরেটরি খোলার প্রচেষ্টায় রয়েছে সরকার। অনুমোদন পেলেই চালু করা হবে ওই নতুন তিনটি ল্যাবরেটরীতে করোনা পরীক্ষা। বর্তমানে রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট করোনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা ৪২ টি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৭ জনের।

কার্যত নতুন করে ১৭ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশ’র বেশি। লকডাউন এর শিথিলতার পর করো না পরিস্থিতি রাজ্যকে আরও বিকল কড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই তাদের পরামর্শ অনুযায়ী রাজ্য তার পুরনো ছন্দে ফিরলেও নিজেদের সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা রক্তচক্ষু দেখাবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!