এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনেও জিএসটি আদায়ে বিপুল সাফল্য! দেশের মধ্যে GST আদায়ে শীর্ষে মমতা! রাজকোষে এল বড়সড় অর্থ

লকডাউনেও জিএসটি আদায়ে বিপুল সাফল্য! দেশের মধ্যে GST আদায়ে শীর্ষে মমতা! রাজকোষে এল বড়সড় অর্থ


একদিকে করোনা মোকাবিলা এবং অন্যদিকে ভয়াবহ দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে এমনিতেই অর্থনৈতিক ভান্ডারে টান পড়েছে। দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে অর্থনৈতিক পরিস্থিতি কার্যত ভেঙে পড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে এবার কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করল রাজ্য।

জানা গেছে, গত আর্থিক বছরে এই রাজ্য থেকে যে জিএসটি আদায় হয়েছে, তা 2018-19 এর থেকে অনেকটাই বেশি। আর এই ঘটনা এখন কিছুটা হলেও আশার আলো দেখাতে শুরু করেছে রাজ্য সরকারকে। সূত্রের খবর, সেন্টার বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের তরফে জানানো হয়েছে, গত আর্থিক বছরে পশ্চিমবঙ্গ থেকে সার্বিক জিএসটি আদায় হয়েছে প্রায় 43 হাজার 300 কোটি টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আশার ব্যাপার এটাই যে, আগের অর্থবর্ষে থেকে এই অর্থবর্ষে জিএসটি আদায়ের পরিমাণ প্রায় 8.81 শতাংশ বেশি। কিন্তু বর্তমানে জিএসটি আদায়ের বর্তমান অবস্থা ঠিক কোন পর্যায়ে রয়েছে? জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে জিএসটি আদায় হয়েছে 83 হাজার 581 কোটি টাকা। যা আগের বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় 12 শতাংশ বেশি বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে যেখানে দেশের বৃদ্ধির হার 12 শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গে তা বেড়ে 13 শতাংশ বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাঁড়ারে যখন টান পড়েছে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই জিএসটি ক্ষেত্রে যেভাবে বড় লাভ দেখা যাচ্ছে রাজ্য সরকারের, তাতে রাজ্য সরকার কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছে। এখন জিএসটির ক্ষেত্রে রাজ্যের এই লাভবান পরিস্থিতি বিভিন্ন দুর্যোগকে সামলাতে কতটা সক্ষম হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!