এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনায় মৃত্যু ১৮, মৃতদেহে করোনা মোট ৫৭! সামনে এল রাজ্য সরকারের করোনা নিয়ে নতুন তথ্য

করোনায় মৃত্যু ১৮, মৃতদেহে করোনা মোট ৫৭! সামনে এল রাজ্য সরকারের করোনা নিয়ে নতুন তথ্য

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পদক্ষেপের প্রথমদিকে প্রশংসা করেছিলেন সকলেই। তবে যতদিন গিয়েছে, ততই রাজ্যের বিরুদ্ধে করোনা মোকাবিলা নিয়ে উঠছে ভয়াবহ প্রশ্ন। যেখানে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, রাজ্য সরকার করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা চেপে যেতে শুরু করেছে। আর এবার মৃত্যুর সংখ্যা নিয়ে আজব তত্ত্ব শোনা গেল রাজ্যের মুখ্যসচিব রাজিব সিনহার গলায়। অডিটে 57 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ থাকলেও, রাজ্য সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে, 18 জনের মৃত্যু করোনা ভাইরাসে হয়েছে। বাকি 39 জনের মৃত্যু হয়েছে কোমবির্ডিটির কারণে‌। যার ফলে এখন তীব্র গুঞ্জন শুরু হয়েছে রাজ্যে।

জানা গেছে, শুক্রবার দুপুরে রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে দুটি চিঠি পাঠানো হয়। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে গঠিত কমিটি নিয়ে প্রশ্ন তোলে প্রতিনিধিদল। চিঠিতে লেখা হয়, “বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কমিটি গঠনের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি তার প্রেজেন্টেশনে 23 এপ্রিল জানিয়েছিলেন করোনা আক্রান্ত কারও যদি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়, সেক্ষেত্রে মৃত ব্যক্তির করোনায় মৃত্যু বলে গণ্য করা যায় না। এটা আইএমসিটির কাছে গ্রহণযোগ্য যুক্তি গ্রাহ্য লাগছে না। হাসপাতাল কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পথ দুর্ঘটনায় মৃত্যুর ব্যাপারটা আমাদের বুঝতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরই বিকেলে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। যেখানে এই কমিটি নিয়ে মুখ খোলেন তিনি। তিনি বলেন, “3 এপ্রিল রাজ্য সরকার চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করে। ওই অডিট কমিটি কেন্দ্রের নির্দেশে গঠন করা হয়েছে। যার উদ্দেশ্য ছিল করোনার কারণে কতজন মারা গিয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে অন্য কোনো কারনে মারা গিয়েছেন কতজন, তা নির্ণয়ের জন্য। সরকার নিযুক্ত কমিটি এখনও পর্যন্ত 57 টি মৃত্যুর ঘটনা অডিট করেছে। তার মধ্যে 18 জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। বাকি 39 জনের ক্ষেত্রে মৃত্যুর কারন কোমবির্ডিটি।”

আর মোট মৃত্যুর সংখ্যা 57 হলেও, কেন মুখ্যসচিব তাকে 18 করলেন! এখন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে এই ব্যাপারে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি আইটি সেলের সর্বভারতীয় প্রদান অমিত মালবীয় একটি টুইট করে বলেন, “ডেথ অডিট কমিটি নিয়ে বাংলার মুখ্যসচিবকে আইএমসিটি প্রধান চিঠি পাঠিয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিব চাপের মুখে স্বীকার করেছেন, রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা 57, আজকের মেডিক্যাল বুলেটিনে লেখা 18 নয়। 39 জনের মৃত্যুর কারণ অন্য। পর্দা উঠছে।”

করোনা মোকাবিলায় প্রাথমিকভাবে দলমত নির্বিশেষে সকলকেই প্রাথমিক ভাবে দেখা গিয়েছিল রাজনীতি ভুলে থাকার কথা বলতে। কিন্তু, যতদিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে – করোনা তথ্য নিয়ে রাজনীতি উঠছে চরমে। বিজেপি-বামফ্রন্ট-কংগ্রেস – জলের গলাতেই এক সুর, করোনা পরিস্থিতিকে চাপা দিতে নাকি রাজ্য সরকার নাকি তথ্য চেপে কথার জাগলারি করছে।

যদিও রাজ্য প্রশাসন জানাচ্ছে – বাংলায় করোনা মোকাবিলা করতে রাস্তায় নেমে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শাসকদলের বক্তব্য – তৃণমূল নেত্রীর কাজের সামনে না পেরেই বিরোধীরা রাজনীতির পথে হাঁটছেন। আর বিভিন্ন দলের এহেন বিভিন্ন মতবাদে যেন আরও দিশেহারা হয়ে উঠছেন সাধারণ মানুষ। সবমিলিয়ে সকলেরই এখন একটাই প্রার্থনা – করোনার ওষুধ তাড়াতাড়ি আবিষ্কৃত হয়ে এই মহামারী থেকে যেন সকলের প্রাণ বাঁচে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!