এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাস ভাড়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত সরকারের! চাপে পড়তে চলেছে বেসরকারি বাস-ট্যাক্সি?

বাস ভাড়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত সরকারের! চাপে পড়তে চলেছে বেসরকারি বাস-ট্যাক্সি?


দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় বাস চালানো বন্ধ ছিল রাজ্যে। তবে বর্তমানে তৃতীয় দফার লকডাউনে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা জারি করা হয়েছে। সেদিক থেকে বেশ কিছু জায়গায় পরিবহন ব্যবস্থা চালুর ব্যাপারে জানিয়েছে সরকার। আর এবার সারা রাজ্য জুড়ে বেসরকারি বাস চালানোর ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য প্রশাসন। তবে দীর্ঘদিন ধরে বাস বন্ধ থাকায় বেসরকারি বাসগুলোতে কিছুটা হলেও ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

কিন্তু এক্ষেত্রে সরকারি বাস অনেকটাই স্বস্তি দেবে সাধারণ মানুষকে। জানা যাচ্ছে, সরকারি বাসের ভাড়ায় কোনরূপ বদল হচ্ছে না। আর বেসরকারি বাসের ভাড়া বাড়লে এবং সরকারি বাসের ভাড়া যদি একই থাকে, তাহলে মানুষ সরকারি বাসকেই বেছে নেবেন। সেদিক থেকে সমস্যায় পড়বেন বেসরকারি বাস মালিক কর্তৃপক্ষরা। এতেই প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন থেকেই চরম সমস্যায় পড়েছে বাস মালিক সংগঠনগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাতে যদি এবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলো ভাড়া না বাড়ায়, তাহলে তাদের পক্ষে বাস চালানো কার্যত অসুবিধা হয়ে যাবে। সেদিক থেকে সরকার যদি সরকারি বাসগুলোর ভাড়া বৃদ্ধি না করে এবং তারা যদি ভাড়া বৃদ্ধি করে দেয়, তাহলে মানুষ সরকারি বাস বেছে নিতে শুরু করবেন। যার ফলে এমনিতেই সমস্যা তৈরি হবে সেই বেসরকারি বাস মালিক সংগঠনগুলোর। তাই এই কারণে সরকারি এবং বেসরকারি বাসের ভাড়ায় যাতে ভারসাম্য থাকে, তার জন্য পরিবহন দপ্তরের কাছে আর্জি জানাল সিদ্ধান্ত নিল একাধিক সংগঠনের নেতৃত্বরা।

শুধু তাই নয়, বেসরকারি ক্ষেত্রেও এর ফলে প্রবল সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা সরকারি বাসে ন্যায্য ভাড়া দিয়ে মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। সেদিক থেকে ট্যাক্সি যদি বেশি ভাড়া নেয়, তাহলে অনেক মানুষই বেছে নেবেন সরকারি বাসকে। আর এর ফলে বেসরকারি বাস থেকে শুরু করে ট্যাক্সিগুলোকে নিজেদের মন্দা কাটাতে বেশি ভাড়া বাড়ানোর চিন্তা ভাবনা করা হলেও, তা করলে যে আখেরে তাদের যে আরও ক্ষতি হবে, সেই ব্যাপারে আশঙ্কা রয়েছে অনেকের মনে।

সেদিক থেকে যাত্রীসংখ্যা বিবেচনা করে অটোর ভাড়া ঠিক করা হবে বলে জানিয়েছে অটো ইউনিয়ন নেতৃত্বরা। অন্যদিকে ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে মালিকরা আগেই দাবি করেছিলেন যে, মিটারে যা উঠবে, তার ওপরে আরও 30% ভাড়া বেশি নেওয়া হবে। কিন্তু এবার সরকারি বাসের ভাড়া না বাড়ানোয় তারা কতটা যাত্রী পাবেন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সব মিলিয়ে এখন বেসরকারি বাস মালিক সংগঠনগুলো থেকে শুরু করে ট্যাক্সি সংগঠনগুলো এই ব্যাপারে সরকারের কাছে আবেদন করে এবং তাতে সরকার কি জানায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!