এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারের হাত ধরে ভিন রাজ্যে আটকে থাকা হাজার হাজার শ্রমিক পাবেন টাকা! কিভাবে জেনে নিন

রাজ্য সরকারের হাত ধরে ভিন রাজ্যে আটকে থাকা হাজার হাজার শ্রমিক পাবেন টাকা! কিভাবে জেনে নিন

লকডাউন পরিস্থিতিতে এখন চরম সমস্যায় পড়েছেন রাজ্যের বাইরে থাকা শ্রমিকরা। তারা না পারছেন নিজের বাড়িতে ফিরতে, না পারছেন যেখানে আছেন, সেখানে সুস্থ ভাবে জীবন কাটাতে। প্রতিমুহূর্তে তারা নিজেদের জীবন নিয়ে যেমন চিন্তায় রয়েছেন, ঠিক তেমনই চিন্তায় রয়েছে, নিজেদের আপনজনদের নিয়ে। বারবার সরকারের কাছে আবেদন করছেন, যাতে তারা বাড়িতে ফিরতে পারেন।

আর এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে “স্নেহের পরশ” নামে একটি প্রকল্প চালু করে সেই শ্রমিকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হল। জানা গেছে, ইতিমধ্যেই স্নেহের পরশ প্রকল্পে রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলায়। জানা গেছে, স্নেহের পরশ প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় 31 হাজার 487 জন উপভোক্তা সুবিধা পাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, অনলাইনে আবেদনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সহায়তা দেওয়ার ঘোষণা অনেকদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু এবার তা পাকাপাকিভাবে শুরু হল। জানা গেছে, গত 3 মে পর্যন্ত এই আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল। তারপর খতিয়ে দেখে অনলাইনে এই প্রকল্পের মাধ্যমে সেই শ্রমিকদের কাছে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বর্ধমান জেলা প্রশাসন। তবে এক্ষেত্রে 22 হাজার 693 টি আবেদনপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে।

তবে দুর্দিনের এই সময় শ্রমিকদের পাশে রাজ্য সরকারি “স্নেহের পরশ” প্রকল্পের অংশ হিসেবে টাকা পাঠানোয় এখন রীতিমত খুশি শ্রমিকরা। এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা।” সব মিলিয়ে স্নেহের পরশ প্রকল্পের দ্বারা এখন পরিযায়ী শ্রমিকরা কতটা সাহায্য পান, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!