এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুখবর! সরকারি বুলেটিনে জানাচ্ছে রাজ্যের এক-তৃতীয়াংশ করোনা রোগীই সুস্থ হয়ে গেছেন!

সুখবর! সরকারি বুলেটিনে জানাচ্ছে রাজ্যের এক-তৃতীয়াংশ করোনা রোগীই সুস্থ হয়ে গেছেন!


পশ্চিমবাংলায় যত দিন যাচ্ছে, তত করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে করোনার মত ভয়াবহ মারন রোগের প্রতিষেধক না পাওয়া যাওয়ায় মৃত্যু মিছিল চলছে বলে আশঙ্কা করছেন সকলেই। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় বলে দাবি বিরোধীদের। তবে সরকারের পক্ষ থেকে সেই তথ্য চেপে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। কিন্তু এবার সরকারি বুলেটিনে রাজ্যের বেশিরভাগ করোনা আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার খবর সামনে এল।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফ একটি বুলেটিন প্রকাশিত হয়। যেখানে জানানো হয় যে, শেষ 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 87 জন মানুষ। মারা গেছেন 8 জন মানুষ। সুস্থ হয়ে উঠেছেন 66 জন মানুষ। ফলে মোট সংখ্যা যদি দেখা হয়, তাহলে দেখা যাবে, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 377 জন। মৃত্যু হয়েছে 143 জন মানুষের এবং সুস্থ হয়েছেন 768 জন মানুষ।

অর্থাৎ আক্রান্ত হলেও অনেকেই যে সুস্থ হয়ে উঠছেন, সরকারি বুলেটিনে তা উঠে আসায় এখন নানা মহলে তৈরি হয়েছে আশার আলো। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বুলেটিনে এই তথ্য উঠে আসায় তা সত্যিই অনেকের কাছে আশা দেখাতে শুরু করেছে। কেননা করোনার মতো ভয়াবহ রোগে যেখানে সুস্থ হয়ে ওঠার কোনো নিশ্চয়তা দিতে পারছিলেন না কেউ, সেখানে বাংলায় এভাবে সুস্থ হয়ে ওঠার প্রবণতা আশ্বস্ত করেছে প্রশাসনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সরকারি বুলেটিন অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে, রাজ্যের ডিসচার্জ রেট বেড়ে 32.35 শতাংশ হয়েছে। ফলে এটা কার্যত পরিষ্কার যে, রাজ্যে যতজন করোনা আক্রান্ত, তার মধ্যে এক তৃতীয়াংশ মানুষ এই অসুখ থেকে সেরে উঠেছেন। তবে রাজ্যে সব থেকে বেশি করোনা আক্রান্ত যে কলকাতা শহর থেকেই হচ্ছে, তাও বুলেটিনে উঠে এসেছে।

অন্যদিকে করোনা মোকাবিলা করতে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে বিরোধীরা অভিযোগ করলেও, বুলেটিনে কতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, সেই সংখ্যা তুলে ধরে স্বাস্থ্যভবন। যেখানে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট 62 হাজার 837 টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর যত জনের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে 3.78 শতাংশ মানুষের মধ্যে করোনা পজিটিভ লক্ষ্য করা গেছে। অন্যদিকে সরকারি কোয়ারেন্টাইনে 8980 জন এবং হোম কোয়ারেন্টাইনে 34 হাজার 414 জন মানুষ রয়েছে বলেও জানিয়েছে এই বুলেটিন।

বিশেষজ্ঞরা বলছেন, সকলেই চাইছেন এই করোনা থেকে মুক্তি পেতে। তবে যে করোনা নিয়ে সকলের মনে এত আশঙ্কা বেঁধেছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে বুলেটিন প্রকাশ করায় মানুষ সেরে উঠছে বলে জানানোয় এখন তা গোটা রাজ্যজুড়েই খুশির হাওয়া তৈরি করেছে। এখন কবে পাকাপাকিভাবে করোনা মুক্ত হতে পারে বাংলা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!