এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উর্দি পরেই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে বিতর্ক বাড়ালেন রাজীব! শোরগোল রাজ্য-রাজনীতিতে

উর্দি পরেই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে বিতর্ক বাড়ালেন রাজীব! শোরগোল রাজ্য-রাজনীতিতে

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাজ্য পুলিশের ‘আনুগত্য’ বরাবরই একটু বেশি বলে বারেবারেই অভিযোগ উঠেছে! বিশেষ করে সেই ‘আনুগত্য’ দেখাতে গিয়ে অনেক সময়ই ‘ডেকোরাম’ ভাঙার অভিযোগে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক মহল। আর এই ব্যাপারে আঙ্গুল উঠেছে – তৎকালীন পুলিশ কমিশনার রঞ্জিৎকুমার পচনন্দা থেকে শুরু করে একদা মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ – প্রায় সবার দিকেই। কিন্তু, এবার বোধহয় অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র!

এক ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে (এই ভিডিওর সত্যতা প্রিয় বন্ধু মিডিয়ার পক্ষে যাচাই করে দেখা সম্ভব হয় নি) মুখে কেক নিয়ে উর্দি পরে থাকা অবস্থায় রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আর এই নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়ে গিয়েছে খোদ আইনরক্ষকদের মধ্যেই। অনেকেই প্রশ্ন তুলছেন আইনের পোষাক পরে কিভাবে কারোর পা ছোঁয়া যায়? কথা উঠেছে বিরোধী মহলেও। তাঁরা রীতিমত ‘দলদাসের প্রশাসন’ বলে অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার প্রস্তুতিও নিচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সমুদ্রের সামনে, আর তাঁকে ঘিরে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী, এডিজি পদমর্যাদার এক পুলিশ কর্তা, শিশির অধিকারী, রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র এবং একটি জটলা। যেখান থেকে পুরো ঘটনাটি ভিডিও করা হয়। আরও দেখা যায় – মুখ্যমন্ত্রী কেক কেটে ডিরেক্টর সিকিউরিটিজ বিনীত গোয়েলকে খাওয়াচ্ছেন। এরপর রাজীব মিশ্রকে কেক দিলে, তিনি উর্দি পরিহিত অবস্থায় মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন – যা নীতিবিরুদ্ধ বলেই মনে করছেন পুলিশের শীর্ষ কর্তারা।

প্রসঙ্গত, রাজীব মিশ্র একসময় এ রাজ্যের কলকাতা পুলিশের ডিসি পোর্ট, ডিসি সেন্ট্রাল-সহ বিভিন্ন পদে দক্ষ অফিসার হিসাবে কাজ করেছেন। ভিডিয়োটি দেখে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, সম্প্রতি মুখ্যমন্ত্রীর জনসংযোগ ও প্রশাসনিক বৈঠকের লক্ষ্যে দীঘা যাবার পর এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশিই আরেকটি মহল মনে করছেন, ভিডিওটি গত ২১ শে আগষ্ট তোলা। কারণ ঐদিন বিনীত গোয়েলের জন্মদিন ছিল। আর সেই জন্মদিন পালনের সময়েই এই ‘বিপত্তি’ ঘটে থাকতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!