এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – এবার করোনা আক্রান্ত মমতা মন্ত্রীসভার হেভিওয়েট সদস্য, আতঙ্ক বাড়ছে রাজ্যজুড়ে

BREAKING NEWS – এবার করোনা আক্রান্ত মমতা মন্ত্রীসভার হেভিওয়েট সদস্য, আতঙ্ক বাড়ছে রাজ্যজুড়ে


করোনা ভাইরাস নামটা শুনতে ছোট হলেও, এই ভাইরাসের দাপট দিনকে দিন বাড়তে শুরু করেছে। সুযোগ পেলেই সাধারন থেকে শুরু করে হেভিওয়েট ব্যক্তিত্ব প্রত্যেকের শরীরে ভাইরাস বাসা বাঁধতে শুরু করেছে। কিছুদিন আগেই তৃণমূলের বিধায়ক তমোনাশ ঘোষের করোনা আক্রান্ত হবার খবর আসে। আর এবার রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসুর শরীরে করোনা ভাইরাস বাসা বেধেছে বলে খবর পাওয়া গেল। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বস্তুত, এই প্রথম রাজ্যের মন্ত্রীসভার কোনো সদস্যের শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধল। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। আর রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর শরীরে এই ভাইরাস থাকায় এখন সেই মন্ত্রী এতদিন কিভাবে কার কার সাথে মিশেছেন, তা নিয়ে প্রবল চিন্তা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসুকে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমার বাড়ির পরিচারিকার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। তারপরে নিয়ম মত আমার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়েছে‌। আজ টেস্টের রেজাল্ট দেখা গিয়েছে আমার শরীরেও সংক্রমণ ঘটেছে। তবে এখনও পর্যন্ত আমার শরীরে কোভিডের কোনো উপসর্গ নেই।”

রাজ্যের হেভিওয়েট মন্ত্রী আরও জানিয়েছেন, “তাই আমি বাড়িতেই আইসোলেশন রয়েছি। কি আর করা যাবে! সংক্রমণের ঝুঁকি তো সবারই রয়েছে।” বাংলায় করোনা যুদ্ধ যাঁরা রাস্তায় নেমে একেবারে সামনে থেকে লড়ছেন, তাঁদের মধ্যে মন্ত্রী সুজিত বসু অন্যতম। স্বাভাবিকভাবেই, তিনিও এবার করোনা সংক্রমিত হওয়ায় অনেকেরই ঘুম উড়েছে। আর এই প্রথম রাজ্যের কোনো হেভিওয়েট মন্ত্রীর শরীরে এবার করোনা ভাইরাসের সংক্রমণ মেলায়, আতঙ্ক বাড়তে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!