এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লাইভ – পশ্চিমবঙ্গের রাজ্যসভার ভোট বিকেল ৩:৩০ টে

লাইভ – পশ্চিমবঙ্গের রাজ্যসভার ভোট বিকেল ৩:৩০ টে


সারা দেশের ৫৯ টি আসনের সঙ্গে পশ্চিমবঙ্গের ৫ রাজ্যসভা আসনের ভোটগ্রহণ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী –

১. পশ্চিমবঙ্গে মোট আসন খালি হয়েছে ৫ টি, লড়াই হচ্ছে ৬ প্রার্থীর মধ্যে
২. অঙ্কের বিচারে তৃণমূল কংগ্রেসের ৪ প্রার্থীর জয় নিশ্চিত, মূল লড়াই পঞ্চম আসন নিয়ে
৩. পঞ্চম আসনে লড়াই কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে বামফ্রন্টের রবিন দেবের
৪. তবে তৃণমূল কংগ্রেস, অভিষেক মনু সিঙ্ঘভিকে সমর্থন করে তাঁর জয় একপ্রকার নিশ্চিত
৫. রাজ্যসভায় তৃণমূলের চার প্রার্থী হলেন – শুভাশিস চক্রবর্তী, নাদিমুল হক, আবীর রঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন
৬. বিজেপির তিন বিধায়ক ভোটদানে বিরত থাকবেন, অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার ৩ বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন জানিয়েছেন
৭. তৃণমূল কংগ্রেসের আবীর রঞ্জন বিশ্বাসকে ভোট দিলেন দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বীরভূম ও বর্ধমানের বিধায়করা
৮. তৃণমূল কংগ্রেসের নাদিমুল হককে ভোট দিলেন বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরের বিধায়করা
৯. তৃণমূল কংগ্রেসের শান্তনু সেনকে ভোট দিলেন কলকাতা, হাওড়া, হুগলি ও বর্ধমানের বিধায়করা
১০. তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তীকে ভোট দিলেন দুই ২৪ পরগনার বিধায়করা
১১. কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে ভোট কংগ্রেসের ৩২ বিধায়কের
১২. পরিচয়পত্র হারিয়ে গেল তৃণমূল বিধায়ক গোবিন্দ নস্করের, নতুন পরিচয়পত্র দেওয়া হচ্ছে তাঁকে
১৩. বিকেল ৪ টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ, গণনা বিকেল ৫ টায়
১৪. বিধানসভায় উপস্থিতি থেকেও রাজ্যসভা ভোটে অংশগ্রহণ করলেন না দিলীপ ঘোষ সহ ৩ বিজেপি বিধায়ক
১৫. বাতিল হয়ে গেল মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ভোট
১৬. নিয়মমত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর সংখ্যা না লিখে পছন্দের প্রার্থীর নামের পাশে দাগ দেন তিনি
১৭. ভোট বাতিল হয়ে গেল মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির ভোট
১৮. তৃণমূলের আরেক বিধায়ক হারোয়ার শেখ হাজি নুরুল ইসলামের ভোট বাতিল
১৯. নিজের বিধায়ক পরিচয়পত্র দেখিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
২০. বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!