এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তর থেকেই শিক্ষায় ব্যাপক রদবদল আনছে রাজ্য সরকার

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তর থেকেই শিক্ষায় ব্যাপক রদবদল আনছে রাজ্য সরকার


রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নেওয়ার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপ নিতে শুরু করেছেন স্কুল শিক্ষার জন্য। প্রথমে স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান, পরে তাদের জন্য জুতোর ব্যবস্থা করেন তিনি। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের আগেই স্কুলব্যাগ দেওয়ার ব্যবস্থাও করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। আর এবার আর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবার একেবারে প্রথম শ্রেণী থেকেই কম্পিউটার শিক্ষা চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য প্রথমে কম্পিউটার শিক্ষা চালু ছিল নবম ও দশম শ্রেণীতে, পরে একটি সংস্থাকে দিয়ে বিশেষভাবে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম তৈরী করা হয়। আর এইবার সেই সংস্থাকেই দায়িত্ত্ব দেওয়া হয়েছে একদম খুদে পড়ুয়াদের প্রথম শ্রেণী থেকেই কম্পিউটার শিক্ষার হাতেখড়ি করানোর জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!