এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাজ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা! লেপকম্বল গোটানোর পালা তবে কি শুরু হয়ে গেল?

রাজ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা! লেপকম্বল গোটানোর পালা তবে কি শুরু হয়ে গেল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাঘের শুরুতেই একেবারে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শীত। যদিও নানা কারণেই পৌষ সংক্রান্তির আগে রাজ্যের উষ্ণতা বেড়েছিল অনেকটা। সেক্ষেত্রে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, বিশেষত পশ্চিমী ঝঞ্জার প্রভাবে এমনটা হচ্ছে। সেইসঙ্গে আবহাওয়াবিদদের কথায়, বস্তুত, হিমালয়ের উত্তরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডা কম হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের পূবালী হওয়ার কারণেও বঙ্গে শীত বাঁধা হয়ে দাঁড়াতে পারে। তবে পৌষ সংক্রান্তি উপলক্ষে সেই বাঁধা দূর হয়েছে। রাজ্যে আবার শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে ভারত আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কিছুদিন ধরেই উত্তর-পশ্চিম ভারতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। সেখানে ঘন থেকে অতি ঘন কুয়াশার সঙ্গে জাঁকিয়ে শীতও অনুভব করেছেন মানুষ। তবে বর্তমানে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন মালদ্বীপের উপর একটি ঘুর্ণিঝড় হওয়ার অনুমান করা গিয়েছিল আগেই। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঝারি ঝড় এবং বজ্রপাতের সাথে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে সপ্তাহশেষে তামিলনাড়ু, পুডুচেরি, করাইকাল, কেরাল, মাহে এবং লক্ষদ্বীপে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই দেখা গেছে। আজও তা ২ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে তালমিলিয়ে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আবহাওয়া পরিবর্তনের পালা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে উষ্ণতা ধীরে ধীরে বাড়বে বলেই জানানো হয়েছে।

যদিও বঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। আপেক্ষিক আর্দ্রতা ৯৯% থেকে ৪৪% থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেখানে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গতেও মাঝারি ধরনের কুয়াশা থাকার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবেশি হবে বলে জানানো হয়েছে। সকাল ৬:১৯ মিনিটে সূর্যোদয় এবং ৫:১৬ মিনিটে সূর্যাস্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!