এখন পড়ছেন
হোম > অন্যান্য > বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় প্রবল বৃষ্টিপাত, সঙ্গে দাপুটে ঝড়? বড়সড় সর্তকতা আইএমডির

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় প্রবল বৃষ্টিপাত, সঙ্গে দাপুটে ঝড়? বড়সড় সর্তকতা আইএমডির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ গ্রীষ্মের দাবদাহে ফুটতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যিমামার দাপট বাড়ছে। ঘরে বসে ফ্যানের তলায় জিরিয়ে নেওয়া বাসনা কোনোমতেই গায়ের ঘর্মাক্ত ভাব দূর হচ্ছে না।

কার্যত অস্বস্তি তৈরি হচ্ছে মানুষের মধ্যে। কবে বৃষ্টির দেখা মিলবে তা কেউ জানে না। তবে এবার আগস্টের শুরুতেই বিপুল বৃষ্টি দক্ষিণবঙ্গকে গ্রাস করতে চলেছে বলে সর্তকতা জারি করল আইএমডি। সূত্রের খবর, এদিন আইএমডি পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 3 থেকে 5 ই আগস্টের মধ্যে বাংলায় প্রবল বৃষ্টিপাত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলা ও উড়িষ্যা উপকূলে এই বৃষ্টিপাত হবে বলে খবর। সাথে সাথে দাপুটে ঝড় বইতে দেখা যাবে। অর্থাৎ এক কথায় যখন গরমে মানুষের কার্যত অতিষ্ঠ অবস্থা, তখন আইএমডির পক্ষ থেকে এই বার্তা কিছুটা হলেও স্বস্তি দেবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রতিটি জায়গার মানুষকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

তবে অতি বৃষ্টি হলে তা কিছুটা হলেও সমস্যার কারণ। কিন্তু বর্তমানে যে ভ্যাপসা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে, তাতে সাময়িক বৃষ্টি হলে মানুষের অনেকটাই স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!