এখন পড়ছেন
হোম > অন্যান্য > বঙ্গোপসাগরে ঘনীভূত প্রবল নিম্নচাপ! ভারী বর্ষণে ভাসতে চলেছে উত্তর থেকে দক্ষিণ – গোটা রাজ্য?

বঙ্গোপসাগরে ঘনীভূত প্রবল নিম্নচাপ! ভারী বর্ষণে ভাসতে চলেছে উত্তর থেকে দক্ষিণ – গোটা রাজ্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে ভাদ্র মাসের রোদের তেজ গ্রীষ্মকেও হার মানায়। শ্রাবণ মাসের বৃষ্টির পর আশ্বিনের নীল আকাশের মাঝে ভাদ্র মাসের রোদ তাই সকলের চেনা। তবে সেই চেনা ছবি দেখা যাচ্ছে না এবারে। প্রায়ই ভেসে উঠছে নিম্নচাপের রেশ। বৃষ্টি এবারে নাছোড়বান্দা। বছরের প্রথম উত্তরে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দক্ষিণে আম্পানের তাণ্ডব চালিয়ে এবার হাজির হচ্ছে জোড়া নিম্নচাপ। আর তাতেই এবার প্রভাব পড়তে চলেছে রাজ্যে। আজ কার্যত কলকাতা ভাসবে বলেই জানিয়ে দিয়েছে হওয়া অফিস।

বিগত কয়েকদিন ধরে হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছিল যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণের জেলাগুলিতে চলতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যা আজও জারি থাকবে বলে মত হওয়া অফিসের। গতকালের তথ্য অনুযায়ী, আসানসোলে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২৬.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপামাত্রা ছিল মঙ্গলবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে আজ সকাল পর্যন্ত, ডায়মন্ড হারবারে ৩৩.০ মিলিমিটার, হলদিয়ায় ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ডায়মন্ড হারবারে, দিঘা ও শ্রীনিকেতনে ০.১, ২.২, ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে আসানসোল বাঁকুড়া বা বাকি অন্যস্থানে তেমন বৃষ্টির তথ্য পাওয়া যায়নি হাওয়া অফিস থেকে। তবে তাঁদের মতে আজ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল থেকেই কখনও ঝলমলে রোদ কখনও আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে।

তবে এই বৃষ্টির কারণ হিসেবে নিম্নচাপকেই দায়ী করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে পূর্ব বিহার ও উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তটি এখনও রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূলে ও রাজস্থানে অবস্থান করছে আরও দুটি ঘূর্ণাবর্ত। ফলে চারদিক থেকেই চাপে রয়েছে জেলা। আর এর প্রভাবই বেশ কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়বে বলে মনে করা হচ্ছে। ফলে কোথাও না কোথাও প্রত্যেকদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানা গেছে। সেই সম্ভাবনা আজ বুধবারেও থাকছে বলেই জানা গেছে আলিপুর আবহাওয়া দফতর থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!