এখন পড়ছেন
হোম > অন্যান্য > কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী তাপমাত্রা! কিন্তু আবারও কি ফিরবে শীত?

কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী তাপমাত্রা! কিন্তু আবারও কি ফিরবে শীত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাঘের শুরুতেই একেবারে একের পর এক ছক্কা হাঁকিয়েছে শীত। যদিও কয়েকদিন ধরেই উধাও হয়েছে রোদ। আকাশের মুখ ভার। সেইসঙ্গে কিছুটা বেড়েছে তাপমাত্রাও। সঙ্গে দোসর হয়েছে আদ্রতা জনিত অস্বস্তি। তবে হওয়া অফিসের তরফে জানানো হয়েছে পালাই পালাই করলেও শীত এখনই যাচ্ছে না। তাই যদিও অনেকেই ভাবছেন এবার লেপকম্বল তুলে ফেলি তাহলে আর কিছুদিন অপেক্ষা করাই ভালো হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজকের পর থেকেই আবার রাজ্যবাসী শীতের মুখ দেখবে বলেই জানিয়েছেন হওয়া অফিসের কর্তারা।

বুধবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে। তবে দুদিন পর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও জানান হয়েছে। এছাড়াও রাজ্যের জেলাগুলিতে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

সেখানে কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সেইসঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আবহাওয়া পরিবর্তনের পালা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে উষ্ণতা ধীরে ধীরে বাড়লেও শীত ফিরে আসবে বলেও আশা জাগিয়েছেন হওয়া অফিসের কর্তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও নানা কারণেই পৌষ সংক্রান্তির আগে রাজ্যের উষ্ণতা বেড়েছিল অনেকটা। তবে পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যে আবার শীতের আমেজ লক্ষ্য করা গেছে। অন্যদিকে, আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে ভারত আবহাওয়া অধিদফতর জানিয়েছিল যে, কিছুদিন ধরেই উত্তর-পশ্চিম ভারতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকলে বা ঘন থেকে অতি ঘন কুয়াশার সঙ্গে জাঁকিয়ে শীত পড়লেও বর্তমানে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন মালদ্বীপের উপর একটি ঘুর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঝারি ঝড় এবং বজ্রপাতের সাথে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে সপ্তাহশেষে তামিলনাড়ু, পুডুচেরি, করাইকাল, কেরাল, মাহে এবং লক্ষদ্বীপে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া এর কারণে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারির মধ্যে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!