এখন পড়ছেন
হোম > অন্যান্য > বর্ষশেষের আবহাওয়ার শেষ শিরশিরানি কি জানান দিচ্ছে? দেখে নিন কি বলছে আজকের আবহাওয়া

বর্ষশেষের আবহাওয়ার শেষ শিরশিরানি কি জানান দিচ্ছে? দেখে নিন কি বলছে আজকের আবহাওয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৩১শে ডিসেম্বর, বর্ষশেষ। সেইসঙ্গে শেষ থেকেই শুরু নতুন বছরের। আজকের দিনটি বিশ্ববাসীর কাছে একটা আলাদা উন্মাদনার দিন। সেখানে কলকাতার মানুষের কাছেও এই দিনটি নানাভাবে পালিত হয়। কিন্তু, এবার করোনার কারণে সম্পূর্ণ পরিস্থিতি আলাদা।

সেইসঙ্গে নতুন করে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন, সেইসঙ্গে দোসর হয়েছে জিনের চরিত্রগত বদল। আর তাই বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বর্ষবরণের উৎসবে কলকাতা হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট-সহ অন্যান্য জায়গায় ভিড় সামলাতে চেক পোস্ট তৈরি করে ভিড় মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।

অন্যদিকে, শহর ঢেকেছে কুয়াশার চাদরে। সেখানে বর্ষবরণের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, রাজ্যের এই ৬ জেলার নাম জানা গিয়েছিল। ফলত সবমিলিয়ে রাজ্যে শীত জমজমাট। অন্যদিকে কলকাতায় কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তরের তরফে জানান হয়েছে যে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বভাবের থেকে ২ ডিগ্রী কম। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সেইসঙ্গে তাপমাত্রার এই প্রভাব উত্তর থেকে দক্ষিণে আপাতত বহাল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। আপেক্ষিক আর্দ্রতা ৯০% থেকে ৪২% থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিবর্তন হবে না বলেই জানা গেছে।

সেখানে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। সকাল ৬:১৭ মিনিটে সূর্যোদয় এবং ৫:০৩ মিনিটে সূর্যাস্ত। এছাড়া জোয়ার সকাল ১০:২৫মিনিট এবং রাত ১০:১৯ মিনিটে। এবং ভাঁটা বেলা ১:৫৩ মিনিট এবং রাত ২:১৯ মিনিটে।

অন্যদিকে, শুধু কলকাতা নয়, জানা গেছে আজ ঠান্ডায় কাঁপতে দেখা যাবে দিল্লি সহ গোটা উত্তর-পশ্চিম ভারতকে। যদিও এর আগে কয়েকদিন ধরেই হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে প্রবল তুষারপাত হচ্ছে। আর এর মাধ্যমেই রাজ্যে শীতল হাওয়া ঢুকেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর সব মিলিয়ে বর্ষশেষ এবং বর্ষবরণের দিনটি দেশবাসীর কাছে জমজমাট হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!