ষষ্ঠ দফার রাউন্ড আপ – দুপুর ২ টো পর্যন্ত কোথায় কি অশান্তির ছবি, দেখে নিন একনজরে পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বিশেষ খবর মেদিনীপুর রাজ্য May 12, 2019 আজ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। আজ মোট ৫ জেলার ৮ আসনে ভোট। আজ ভোটগ্রহণ চলছে পূর্ব মেদিনীপুরে তমলুক ও কাঁথিতে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথায় কি অশান্তির ছবি দেখে নিন একনজরে – # ঠাকুরনগরে প্রিসাইডিং অফিসারদের খাওয়া-দাওয়ার কারণে ১ ঘণ্টা ভোট বন্ধ রয়েছে বলে অভিযোগ # ঝাড়গ্রামের গড়বেতায় তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু # মেদিনীপুরের খয়েরুল্লায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন # বিষ্ণুপুরে এক বুথে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগে আটক ২ বিজেপি কর্মী # তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতী ঘোষ ও বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল আহতের পরিবার আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - # তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে বারবার আক্রান্ত হয়ে অবশেষে কেশপুর থানায় আশ্রয় নিতে হল বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে, রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন # তমলুকের ময়নার বাকচায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত বেশ কয়েকজন # পুরুলিয়ায় বলরামপুরে মহিলা ভোটারদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, বিক্ষোভের মুখে ভোটারদের কাছে ক্ষমা চান জওয়ানরা # মেদিনীপুরের দাঁতনের রামপুরায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি ভেঙে দেওয়া হল, অভিযোগের তীর তৃণমূলের দিকে # কেশপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন # কেশপুরে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, গুরুতর আহত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে যেতেও ‘বাধার’ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # হলদিয়ার সুতাহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ ব্যাপক সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করেও ইঁটবৃষ্টি, আহত হয়েছেন বেশ কয়েকজন # অশান্তির খবর পেয়ে দাঁতনের এক বুথে গেলে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের ‘গো-ব্যাক’ স্লোগান, বাধ্য হয়ে বুথ ছাড়েন তিনি # ভারতী ঘোষ যেভাবে সন্ত্রাস তৈরি করছে, তা একেবারেই কাম্য নয়, ঘাটালের মানুষের ওপরই ভরসা রয়েছে – নিজের প্রতিক্রিয়ায় জানালেন তৃণমূল প্রার্থী দেব # কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, গণতন্ত্রকে ‘হত্যা করার’ জন্য নাম না করে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও # রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বিডিও বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটকে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছেন – প্রয়োজনীয় নথি না থাকার অভিযোগে ভারতী ঘোষের গাড়িটি বাজেয়াপ্ত করল পুলিশ # বিষ্ণুপুরের মরাদে বিজেপির অঞ্চল সভাপতি বিমল ঘরামিকে প্রচন্ড মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকেই # শালবনির মহারাজপুরে কিছু বুথে বিজেপিকে ভোট দিতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অভিযোগ জানিয়ে স্থানীয়দের বিক্ষোভ # হলদিয়ার দেভোগ বড়বাড়িতে বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # মহিষাদল বিধানসভায় দুই বুথে বিজেপি পোলিং এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের একটি বুথে আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ # খড়্গপুরের কলাইকুন্ডায় তৃণমূলকে ভোট দিতে বলার অভিযোগ পোলিং অফিসারের বিরুদ্ধে # বিষ্ণুপুরে বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # পুরুলিয়ায় বুথের ১০০ মিটার দুরে মুড়ি-ঘুগনি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে # পিংলার মালিগ্রামে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ # দাঁতন-কোশিয়াড়িতে বিজেপি এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # বাঁকুড়ার মেজিয়া, জেমুয়া, অর্দ্ধগ্রামে একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # পুরুলিয়ার বাঘমুণ্ডির একটি বুথে ইভিএম উল্টো করে রাখা আছে বলে অভিযোগ, তীব্র উত্তেজনা বুথে # বেলদায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হল বিজেপি কর্মীদের, এলাকায় উত্তেজনা # সবংয়ের জলচকে বিজেপি পোলিং এজেন্টকে মেরে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ # মেদিনীপুরের কেশিয়াড়িতে এক বুথে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সামনেই বিজেপি-তৃণমূল সমর্থকদের হাতাহাতি # বিষ্ণুপুরে খণ্ডঘোষের হরিজন প্রাইমারি স্কুলের ২১০ নম্বর বুথে ইভিএমে যে বোতামই টেপা হোক, ভোট পড়ছে বিজেপির দিকে বলে অভিযোগ ওঠায় আপাতত ভোটগ্রহণ বন্ধ, খতিয়ে দেখা হচ্ছে ইভিএম # বিষ্ণুপুরের বরজোড়ায় বিরোধী এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # পুরুলিয়ার বলরামপুরে এক যুবকের বিরুদ্ধে ২ বার ভোট দেওয়ার অভিযোগ উঠলে তিনি মেনে নিলেন, জানালেন প্রথমে বাবার আর পরে নিজের ভোট দিয়েছেন # আমাকে খুন করার জন্য কয়েকজন মহিলাকে রেখেছে তৃণমূল – অভিযোগ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ আপনার মতামত জানান -