এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিধানসভার ওপিনিয়ন – এই মুহূর্তে ভোট হলে কি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলার চিত্র – ১ম পর্ব?

বিধানসভার ওপিনিয়ন – এই মুহূর্তে ভোট হলে কি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলার চিত্র – ১ম পর্ব?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পর – আরও জমজমাট বঙ্গভূমির রাজনৈতিক লড়াই। একদিকে, লোকসভায় ১৮ টি আসন ছিনিয়ে নিয়ে গেরুয়া শিবির তাল ঠুকছে, এবার তাদের লক্ষ্য নবান্নের অধিকার ছিনিয়ে নেওয়া। অন্যদিকে, স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন দলের সাংগঠনিক হাল, সঙ্গে যুক্ত হয়েছে প্রশান্ত কিশোরের মস্তিস্ক।

এই পরিস্থিতিতে নিঃসন্দেহে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে আরও চিত্তাকর্ষক। আর অন্যান্যবারের মতো আমরাও, আবারো হাজির আমাদের সমীক্ষা নিয়ে। যতদিন পর্যন্ত না বিধানসভা নির্বাচন সম্পন্ন হচ্ছে, আমরা মাঝেমাঝেই সমীক্ষা চালিয়ে বোঝার চেষ্টা করব, বাংলার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন। আর সেই আভাস পৌঁছে দেব আপনাদের কাছে এক্সক্লুসিভলি।

বাস্তবের একদম কাছাকাছি সমীক্ষার ফল পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৪ সাল থেকে আমরা দিনরাত পরিশ্রম করে চলেছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ২০১৪-এর লোকসভা, ২০১৬-এর বিধানসভা, ২০১৯-এর লোকসভা সহ মাঝের পুরভোট, পঞ্চায়েত নির্বাচন বা বিভিন্ন উপনির্বাচনে প্রায় ১০০% সঠিক সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তবুও সীমিত সামর্থ নিয়ে এত বড় সমীক্ষা করতে গিয়ে বেশ কিছু জায়গায় আমাদের ভুল-ত্রুটি হয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে আরও সঠিক সমীক্ষা অপবাদের সামনে তুলে ধরাই আমাদের এক ও একমাত্র লক্ষ্য।

বিধিবদ্ধ সতর্কীকরণ – এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। এই সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে –
১. সমীক্ষার কাল – ১ লা জুলাই থেকে ২১ শে জুলাই, ২০১৯
২. প্রতিটি বিধানসভাতেই আলাদা আলাদা করে এই সমীক্ষা চালানো হয়েছে
৩. প্রতিটি বিধানসভার অন্তত ৫-৭% বুথে এই সমীক্ষা করা হয়েছে
৪. যে বুথে এই সমীক্ষা করা হয়েছে তার অন্তত ২৫-৪০ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে
৫. মোট ১.৫ লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে
৬. বিভিন্ন দলবদল ও দলবদলের প্রবণতা এই সমীক্ষায় অন্যতম ‘কি-ফ্যাক্টর’ হিসাবে ধরা হয়েছে
৭. রাজ্যের প্রধান চার রাজনৈতিক দল পৃথক-পৃথক ভাবে লড়াই করছে, কোন জোট হচ্ছে না ধরে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ৩১ টি বিধানসভার মধ্যে ১০ টির সমীক্ষা প্রকাশ করা হল। একনজরে দেখে নেওয়া যাক এই জেলার অন্তর্গত বিধানসভাগুলির সাম্ভাব্য ফলাফল –

১. গোসাবা (এসসি)
তৃণমূল – ৫৩%
বিজেপি – ৪১%
বামফ্রন্ট – ২%
কংগ্রেস – ১%
অন্যান্য – ২%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ২০,০০০ – ২৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

২. বাসন্তী (এসসি)
তৃণমূল – ৫৬%
বিজেপি – ৩৩%
বামফ্রন্ট – ৭%
কংগ্রেস – ১%
অন্যান্য – ২%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৪০,০০০ – ৪৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৩. কুলতলি (এসসি)
তৃণমূল – ৪০%
বিজেপি – ৪১%
এসইউসিআই – ১১%
বামফ্রন্ট – ৫%
কংগ্রেস – ১%
অন্যান্য – ১%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১,০০০ – ৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৪. পাথরপ্রতিমা
তৃণমূল – ৫০%
বিজেপি – ৩৭%
বামফ্রন্ট – ৮%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ১%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ২০,০০০ – ২৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৫. কাকদ্বীপ
তৃণমূল – ৫০%
বিজেপি – ৪১%
বামফ্রন্ট – ৫%
কংগ্রেস – ২%
অন্যান্য – ১%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১৫,০০০ – ২০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৬. সাগর
তৃণমূল – ৫০%
বিজেপি – ৪১%
বামফ্রন্ট – ৬%
কংগ্রেস – ১%
অন্যান্য – ১%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১৫,০০০ – ২০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৭. কুলপি
তৃণমূল – ৪৯%
বিজেপি – ৪০%
বামফ্রন্ট – ৬%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ১%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১৫,০০০ – ২০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৮. রায়দিঘি
তৃণমূল – ৪৪%
বিজেপি – ৪৫%
বামফ্রন্ট – ৭%
কংগ্রেস – ১%
অন্যান্য – ২%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১,০০০ – ৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৯. মন্দিরবাজার (এসসি)
তৃণমূল – ৪৮%
বিজেপি – ৪১%
বামফ্রন্ট – ৭%
কংগ্রেস – ১%
অন্যান্য – ২%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১০,০০০ – ১৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

১০. জয়নগর (এসসি)
তৃণমূল – ৪৬%
বিজেপি – ৪২%
বামফ্রন্ট – ৪%
এসইউসিআই – ৪%
কংগ্রেস – ২%
অন্যান্য – ১%
নোটা – ১%

তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৫,০০০ – ১০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষার ফল একনজরে –
মোট বিধানসভা আসন – ৩১
এখনো পর্যন্ত প্রকাশিত সমীক্ষা – ১০
তৃণমূল কংগ্রেস – ৮
বিজেপি – ২
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

সমগ্র রাজ্যের প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষার ফল একনজরে –
মোট বিধানসভা আসন – ২৯৪
এখনো পর্যন্ত প্রকাশিত সমীক্ষা – ২৯৪
তৃণমূল কংগ্রেস – ১১৬
বিজেপি – ১৬৬
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ১২
অন্যান্য – ০

১. কুচবিহার জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২. আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৩. কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৪. উত্তর দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৫. দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৬. মালদহ জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৭. মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল (প্রথম পর্ব) – এখানে ক্লিক করুন
৮. মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল (দ্বিতীয় পর্ব) – এখানে ক্লিক করুন
৯. নদীয়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১০. উত্তর ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (প্রথম পর্ব) – এখানে ক্লিক করুন
১১. উত্তর ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (দ্বিতীয় পর্ব) – এখানে ক্লিক করুন

১২. দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (প্রথম পর্ব) – এখানে ক্লিক করুন
১৩. দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (দ্বিতীয় পর্ব) – এখানে ক্লিক করুন
১৪. দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (তৃতীয় পর্ব) – এখানে ক্লিক করুন
১৫. কলকাতা জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৬. হাওড়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৭. হুগলি জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৮. পূর্ব-মেদিনীপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৯. পশ্চিম-মেদিনীপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২০. ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২১. বাঁকুড়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২২. পূর্ব-বর্ধমান জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২৩. পশ্চিম-বর্ধমান জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২৪. বীরভূম জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন

## প্রিয় বন্ধু মিডিয়ার কোনো খবর/ওপিনিয়ন পোল অনুমতি ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা (বিশেষ করে ইউটিউবে) আইনত দন্ডনীয়। এই ধরনের কোনো কোনো ঘটনা ঘটলে, আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকব।

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!