এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভার ওপিনিয়ন – এই মুহূর্তে ভোট হলে কি হতে পারে বাংলার ২৯৪ আসনের জেলাভিত্তিক চিত্র?

বিধানসভার ওপিনিয়ন – এই মুহূর্তে ভোট হলে কি হতে পারে বাংলার ২৯৪ আসনের জেলাভিত্তিক চিত্র?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পর – আরও জমজমাট বঙ্গভূমির রাজনৈতিক লড়াই। একদিকে, লোকসভায় ১৮ টি আসন ছিনিয়ে নিয়ে গেরুয়া শিবির তাল ঠুকছে, এবার তাদের লক্ষ্য নবান্নের অধিকার ছিনিয়ে নেওয়া। অন্যদিকে, স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন দলের সাংগঠনিক হাল, সঙ্গে যুক্ত হয়েছে প্রশান্ত কিশোরের মস্তিস্ক।

এই পরিস্থিতিতে নিঃসন্দেহে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে আরও চিত্তাকর্ষক। আর অন্যান্যবারের মতো আমরাও, আবারো হাজির আমাদের সমীক্ষা নিয়ে। যতদিন পর্যন্ত না বিধানসভা নির্বাচন সম্পন্ন হচ্ছে, আমরা মাঝেমাঝেই সমীক্ষা চালিয়ে বোঝার চেষ্টা করব, বাংলার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন। আর সেই আভাস পৌঁছে দেব আপনাদের কাছে এক্সক্লুসিভলি।

বাস্তবের একদম কাছাকাছি সমীক্ষার ফল পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৪ সাল থেকে আমরা দিনরাত পরিশ্রম করে চলেছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ২০১৪-এর লোকসভা, ২০১৬-এর বিধানসভা, ২০১৯-এর লোকসভা সহ মাঝের পুরভোট, পঞ্চায়েত নির্বাচন বা বিভিন্ন উপনির্বাচনে প্রায় ১০০% সঠিক সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তবুও সীমিত সামর্থ নিয়ে এত বড় সমীক্ষা করতে গিয়ে বেশ কিছু জায়গায় আমাদের ভুল-ত্রুটি হয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে আরও সঠিক সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এক ও একমাত্র লক্ষ্য।

বিধিবদ্ধ সতর্কীকরণ – এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। এই সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে –
১. সমীক্ষার কাল – ১ লা জুলাই থেকে ২১ শে জুলাই, ২০১৯
২. প্রতিটি বিধানসভাতেই আলাদা আলাদা করে এই সমীক্ষা চালানো হয়েছে
৩. প্রতিটি বিধানসভার অন্তত ৫-৭% বুথে এই সমীক্ষা করা হয়েছে
৪. যে বুথে এই সমীক্ষা করা হয়েছে তার অন্তত ২৫-৪০ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে
৫. মোট ১.৫ লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে
৬. বিভিন্ন দলবদল ও দলবদলের প্রবণতা এই সমীক্ষায় অন্যতম ‘কি-ফ্যাক্টর’ হিসাবে ধরা হয়েছে
৭. রাজ্যের প্রধান চার রাজনৈতিক দল পৃথক-পৃথক ভাবে লড়াই করছে, কোন জোট হচ্ছে না ধরে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আমরা ইতিমধ্যেই বিগত বেশ কয়েকদিন ধরে প্রতিটা জেলার প্রতিটা আসন ধরে ধরে সাম্ভাব্য কি ফলাফল হতে পারে তা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার একত্রে রাজ্যের প্রতিটা জেলার কি ফল হতে পারে তা একজায়গায় দেওয়া হল আপনাদের সুবিধার জন্য।

## প্রিয় বন্ধু মিডিয়ার কোনো খবর/ওপিনিয়ন পোল অনুমতি ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা (বিশেষ করে ইউটিউবে) আইনত দন্ডনীয়। এই ধরনের কোনো কোনো ঘটনা ঘটলে, আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকব।

কুচবিহার জেলা –
মোট বিধানসভা আসন – ৯
তৃণমূল কংগ্রেস – ১
বিজেপি – ৮
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

আলিপুরদুয়ার জেলা –
মোট বিধানসভা আসন – ৫
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ৫
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

জলপাইগুড়ি জেলা –
মোট বিধানসভা আসন – ৭
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ৭
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

কালিম্পঙ জেলা –
মোট বিধানসভা আসন – ১
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ১
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

দার্জিলিং জেলা –
মোট বিধানসভা আসন – ৫
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ৫
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

উত্তর দিনাজপুর জেলা –
মোট বিধানসভা আসন – ৯
তৃণমূল কংগ্রেস – ৩
বিজেপি – ৬
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

দক্ষিণ দিনাজপুর জেলা –
মোট বিধানসভা আসন – ৬
তৃণমূল কংগ্রেস – ১
বিজেপি – ৫
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

মালদহ জেলা –
মোট বিধানসভা আসন – ১২
তৃণমূল কংগ্রেস – ১
বিজেপি – ৬
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ৫
অন্যান্য – ০

মুর্শিদাবাদ জেলা –
মোট বিধানসভা আসন – ২২
তৃণমূল কংগ্রেস – ১৩
বিজেপি – ২
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ৭
অন্যান্য – ০

নদীয়া জেলা –
মোট বিধানসভা আসন – ১৭
তৃণমূল কংগ্রেস – ৪
বিজেপি – ১৩
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

উত্তর ২৪ পরগনা জেলা –
মোট বিধানসভা আসন – ৩৩
তৃণমূল কংগ্রেস – ১৬
বিজেপি – ১৭
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

দক্ষিণ ২৪ পরগনা জেলা –
মোট বিধানসভা আসন – ৩১
তৃণমূল কংগ্রেস – ২৮
বিজেপি – ৩
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

কলকাতা জেলা –
মোট বিধানসভা আসন – ১১
তৃণমূল কংগ্রেস – ৭
বিজেপি – ৪
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

হাওড়া জেলা –
মোট বিধানসভা আসন – ১৬
তৃণমূল কংগ্রেস – ১২
বিজেপি – ৪
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

হুগলি জেলা –
মোট বিধানসভা আসন – ১৮
তৃণমূল কংগ্রেস – ৪
বিজেপি – ১৪
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

পূর্ব মেদিনীপুর জেলা –
মোট বিধানসভা আসন – ১৬
তৃণমূল কংগ্রেস – ৮
বিজেপি – ৮
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

পশ্চিম মেদিনীপুর জেলা –
মোট বিধানসভা আসন – ১৫
তৃণমূল কংগ্রেস – ৩
বিজেপি – ১২
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

ঝাড়গ্রাম জেলা –
মোট বিধানসভা আসন – ৪
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ৪
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

পুরুলিয়া জেলা –
মোট বিধানসভা আসন – ৯
তৃণমূল কংগ্রেস – ১
বিজেপি – ৮
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

বাঁকুড়া জেলা –
মোট বিধানসভা আসন – ১২
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ১২
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

পূর্ব বর্ধমান জেলা –
মোট বিধানসভা আসন – ১৬
তৃণমূল কংগ্রেস – ৯
বিজেপি – ৭
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

পশ্চিম বর্ধমান জেলা –
মোট বিধানসভা আসন – ৯
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ৯
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

বীরভূম জেলা –
মোট বিধানসভা আসন – ১১
তৃণমূল কংগ্রেস – ৫
বিজেপি – ৬
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

সমগ্র রাজ্যের প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষার ফল একনজরে –
মোট বিধানসভা আসন – ২৯৪
তৃণমূল কংগ্রেস – ১১৬
বিজেপি – ১৬৬
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ১২
অন্যান্য – ০

প্রতিটা জেলার প্রতিটি আসনের বিস্তারিত সমীক্ষার ফল দেখার জন্য নীচের লিঙ্কগুলিতে ক্লিক করুন –
১. কুচবিহার জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২. আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৩. কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৪. উত্তর দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৫. দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৬. মালদহ জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
৭. মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল (প্রথম পর্ব) – এখানে ক্লিক করুন
৮. মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল (দ্বিতীয় পর্ব) – এখানে ক্লিক করুন
৯. নদীয়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১০. উত্তর ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (প্রথম পর্ব) – এখানে ক্লিক করুন
১১. উত্তর ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (দ্বিতীয় পর্ব) – এখানে ক্লিক করুন
১২. দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (প্রথম পর্ব) – এখানে ক্লিক করুন
১৩. দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (দ্বিতীয় পর্ব) – এখানে ক্লিক করুন
১৪. দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপিনিয়ন পোল (তৃতীয় পর্ব) – এখানে ক্লিক করুন
১৫. কলকাতা জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৬. হাওড়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৭. হুগলি জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৮. পূর্ব-মেদিনীপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
১৯. পশ্চিম-মেদিনীপুর জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২০. ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২১. বাঁকুড়া জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২২. পূর্ব-বর্ধমান জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২৩. পশ্চিম-বর্ধমান জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন
২৪. বীরভূম জেলার ওপিনিয়ন পোল – এখানে ক্লিক করুন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!