এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একনজরে দেখে নিন বাংলায় এখনও পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতিদের পূর্ণাঙ্গ তালিকা

একনজরে দেখে নিন বাংলায় এখনও পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতিদের পূর্ণাঙ্গ তালিকা


বাংলায় ‘পরিবর্তনের পরিবর্তন’ করার লক্ষ্যে এগিয়ে চলেছে গেরুয়া শিবির। বাস্তবে তা হবে নাকি তৃণমূল সরকারের ‘প্রত্যাবর্তন’ হবে – সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু, গেরুয়া শিবিরের অন্দরমহলের খবর, সেই লক্ষ্যে এগোতে গেলে ঢেলে সাজাতে হবে সংগঠন। আর সেক্ষেত্রে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সভাপতি পদ নিয়ে।

গেরুয়া শিবিরের একাংশের মতে, বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আমলে এ রাজ্যে বিজেপির যা সাফল্য, তা এর আগে অন্য কোনো সভাপতি এনে দিতে পারেননি। অন্যদিকে, আরেকাংশের মতে, দিলীপবাবু বর্তমানে সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিজেপি তাঁকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবেই ভাবছে। কিছুদিন আগেই তাঁকে রাষ্ট্রপতির সফরসঙ্গী করে আফ্রিকা পাঠানো হয়েছিল।

সুতরাং, তিনি জাতীয় রাজনীতিতে সময় দিয়ে, বাংলার জন্য কতটা ‘ডেডিকেটেড’ সময় দিতে পারবেন, তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন থাকছে। আর বাংলার পরিবর্তিত পরিস্থিতিতে একজন ‘পূর্ণ সময়ের’ রাজ্য সভাপতি অত্যন্ত প্রয়োজন, যিনি বাংলার প্রতিটা কোনা কার্যত চোষে ফেলতে পারবেন। তবে, রাজ্য সভাপতি নিয়ে সিদ্ধান্ত যাই হোক, বঙ্গ বিজেপিতে সাংগঠনিক পরিবর্তন অবশ্যম্ভাবী বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে শুরুর দিন থেকে একনজরে বিজেপির রাজ্য সভাপতির তালিকা ও তাঁদের কার্যকাল দেখে নিন একনজরে –

১. প্রফেসর হরিপদ ভারতী (প্রয়াত) – ১৯৮০-১৯৮২
২. ডঃ বিষ্ণুকান্ত শাস্ত্রী (প্রয়াত) – ১৯৮২-১৯৮৬
৩. সুকুমার বন্দ্যোপাধ্যায় (প্রয়াত) – ১৯৮৬-১৯৯১
৪. তপন শিকদার (প্রয়াত) – ১৯৯১-১৯৯৫
৫. ডঃ বিষ্ণুকান্ত শাস্ত্রী (প্রয়াত) – ১৯৯৫-১৯৯৭
৬. তপন শিকদার (প্রয়াত) – ১৯৯৭-১৯৯৯

৭. প্রফেসর অসীম ঘোষ – ১৯৯৯-২০০২
৮. প্রফেসর তথাগত রায় – ২০০২-২০০৬
৯. সুকুমার বন্দ্যোপাধ্যায় (প্রয়াত) – ২০০৬-২০০৮
১০. সত্যব্রত মুখোপাধ্যায় – ২০০৮-২০০৯
১১. রাহুল সিনহা – ২০০৯-২০১৫
১২. দিলীপ ঘোষ – ২০১৫-বর্তমান

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!