বুদ্ধগয়ায় বিস্ফোরণে নাম জড়ালো মমতার সাধের বাংলার রাজ্য February 1, 2018 মায়ানমারে রোহিঙ্গাদের উপর যে অত্যাচার হয়েছিল তার বদলা নিতেই বুদ্ধগয়ায় বিস্ফোরণ ঘটানো হয়েছিল ৷ এবার সেই বিস্ফোরণ কাণ্ডের সাথে নাম জড়ালো মমতার সাধের বাংলার। কেননা জানা গেছেje বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত বিস্ফোরক গিয়েছিল মুর্শিদাবাদ থেকে৷ আমাদের ফেইসবুক পেজে নতুন নিউস পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে। সব পোস্ট করাও যাচ্ছে না। তাই দয়া করে নতুন নিউস পড়তে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ এ http://bengali.priyobandhu.com এই কথা জানিয়েছে পুলিশের জালে ধৃত দুই নব্য জেএমবি জঙ্গি।গোয়েন্দা তথ্য বলছে, নব্য জেএমবি বাংলাদেশের সংগঠন৷ তারা ভারতেও নাশকতার পরিকল্পনা করেছে৷ জানা গেছে ধৃত দুই জঙ্গিদের কাছ থেকে ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক,ল্যাপটপ,আসল আধার কার্ড, মোবাইল পাওয়া গিয়েছে৷ তাদের একজনের বাড়ি মুর্শিদাবাদের পাকুড়িয়ায় ও অন্যজনের বাড়ি সামশেরগঞ্জের রতনপুরে৷ তাদের ল্যাপটপ,মোবাইল থেকে অনেক গুরুত্ত্বপূর্ণ তথ্য ও পাওয়া গেছে বলে জানা গেছে। আপনার মতামত জানান -