এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দপ্তর বন্টন শেষ! দেখে নিন তৃতীয় মমতা সরকারে কার দায়িত্বে কোন দপ্তর, কোন দায়িত্ব

দপ্তর বন্টন শেষ! দেখে নিন তৃতীয় মমতা সরকারে কার দায়িত্বে কোন দপ্তর, কোন দায়িত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর সকলেরই নজর ছিল কেমন হবে মন্ত্রীসভার রূপরেখা তার দিকে। নবীনে-প্রবীনে মিশেল করে গতকালই মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীসভা গড়ে নেন। আজ সকালে শপথ নেন মন্ত্রীরা। আর তারপর অবশেষে আজ দুপুরে দপ্তর বন্টন করেন মুখ্যমন্ত্রী। একনজরে দেখে নিন কে কোন দপ্তরের দায়িত্বে এলেন –

১. মমতা বন্দ্যোপাধ্যায়: মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, উত্তরবঙ্গ উন্নয়ন, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, সংস্কৃতি দপ্তর, উদ্বাস্তু উন্নয়ন

পূর্ণমন্ত্রী –
২. অমিত মিত্র:‌ অর্থ, পরিকল্পনা ও সংখ্যাতত্ত্ব বিষয়ক
৩. ব্রাত্য বসু:‌ শিক্ষা
৪. পার্থ চ্যাটার্জি:‌ শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, সংসদ বিষয়ক

৫. সুব্রত মুখার্জি:‌ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পাবলিক এন্টারপ্রাইজ
৬. অরূপ বিশ্বাস:‌ বিদ্যুত্‍, যুবকল্যাণ ও ক্রীড়া
৭. রথীন ঘোষ:‌ খাদ্য ও গণবণ্টন
৮. ফিরহাদ হাকিম:‌ পরিবহণ, আবাসন
৯. সৌমেন মহাপাত্র:‌ সেচ ও জলপথ পরিবহণ
১০. শোভনদেব চ্যাটার্জি:‌ কৃষি
১১. অরূপ রায়: সমবায়
১২. শশী পাঁজা:‌ শিশু ও নারীকল্যাণ, সামাজিক উন্নয়ন
১৩. গোলাম রব্বানি:‌ সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর

১৪. মানস ভূঁইয়া: জলসম্পদ উন্নয়ন
১৫. মলয় ঘটক:‌ আইন ও বিচারবিভাগীয়, পূর্ত
১৬. জ্যোতিপ্রিয় মল্লিক:‌ বন, অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি
১৭. স্বপন দেবনাথ:‌ প্রাণীসম্পদ
১৮. জাভেদ খান:‌ বিপর্যয় মোকাবিলা
১৯. বিপ্লব মিত্র:‌ কৃষি বিপনন
২০. পুলক রায়:‌ জনস্বাস্থ্য ও কারিগরি
২১. চন্দ্রনাথ সিনহা: ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প

২২. সাধন পান্ডে:‌ ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী
২৩. উজ্জ্বল বিশ্বাস: কারা
২৪. সিদ্দিকুল্লা চৌধুরী: গ্রন্থাগার

২৫. বঙ্কিম হাজরা:‌ সুন্দরবন উন্নয়ন

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী –
২৬. বেচারাম মান্না: শ্রম
২৭. সুব্রত সাহা: খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান পালন
২৮. হুমায়ুন কবীর:‌ কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন
২৯. অখিল গিরি:‌ মৎস
৩০. চন্দ্রিমা ভট্টাচার্য:‌ পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য (প্রতিমন্ত্রী), ভূমি ও ভূমি সংস্কার এবং পুনর্বাসন (প্রতিমন্ত্রী)
৩১. রত্না দে নাগ:‌ পরিবেশ, বিজ্ঞান এবং প্রযুক্তি
৩২. সন্ধ্যারানী টুডু: পশ্চিমাঞ্চল উন্নয়ন
৩৩. বুলুচিক বারাইক: অনগ্রসর উন্নয়ন, আদিবাসী উন্নয়ন
৩৪. সুজিত বসু: দমকল
৩৫. ইন্দ্রনীল সেন: পর্যটন, তথ্য সংস্কৃতি (প্রতিমন্ত্রী)

প্রতিমন্ত্রী –
৩৬. দিলীপ মন্ডল: পরিবহণ
৩৭. আখরুজ্জামান: বিদ্যুত্‍
৩৮. শিউলি সাহা:‌ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর
৩৯. শ্রীকান্ত মাহাতো: ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং বস্ত্র শিল্প
৪০. সাবিনা ইয়াসমিন: সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন
৪১. বিরবাহা হাঁসদা: বন
৪২. জ্যোৎস্না মান্ডি: খাদ্য এবং খাদ্য সরবরাহ
৪৩. পরেশচন্দ্র অধিকারী: স্কুল শিক্ষা
৪৪. মনোজ তিওয়ারি: যুবকল্যাণ ও ক্রীড়া

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!