বাংলার লোকসভা ও বিধানসভার কোন আসনে কে কত ভোট পেলেন একনজরে – লাইভ আপডেট দুপুর ১২:৩০ টা কলকাতা বিশেষ খবর রাজ্য May 23, 2019 আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) সঙ্গে বাংলার ৪২ টি লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। এর পাশাপাশি বাংলায় ৮ বিধানসভা আসনের উপনির্বাচনেরও হবে ভোট গণনা। এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। আপাতত শুরু হয়েছে ইভিএম গণনার কাজ, সেই হিসাবে পশ্চিমবঙ্গের সর্বশেষ চিত্রটা নিম্নরূপ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - লোকসভা আসন – মোট আসন – ৪২ ঘোষিত/গণনা চলছে – ৪২ তৃণমূল – ২৪ বিজেপি – ১৭ বামফ্রন্ট – ০ কংগ্রেস – ১ অন্যান্য – ০ ১. কুচবিহার নিশীথ প্রামানিক – বিজেপি – ১,৯৩,৫০৭ পরেশ অধিকারী – তৃণমূল – ১,৮৫,৩১৬ ২. আলিপুরদুয়ার জন বারলা – বিজেপি – ১,৭১,৬২৫ দশরথ তিরকে – তৃণমূল – ১,০২,১৮৫ ৩. জলপাইগুড়ি জয়ন্ত রায় – বিজেপি – ৬৬,৩৮২ বিজয় বর্মন – তৃণমূল – ৪২,৬৯৩ ৪. দার্জিলিং রাজু সিংহ – বিজেপি – ১,৩৭,৯৭৪ অমর রাই – ৪৮,৭৫৫ ৫. রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী – বিজেপি – ১,১২,১১৭ কানাইয়ালাল আগরওয়াল – তৃণমূল – ১,০৭,৬৬৬ মহম্মদ সেলিম – বামফ্রন্ট – ৩৯,২৫৩ দীপা দাশমুন্সি – কংগ্রেস – ২০,৮০৮ ৬. বালুরঘাট অর্পিতা ঘোষ – তৃণমূল – ১,০১,৭৮১ সুকান্ত মজুমদার – বিজেপি – ৯৫,৫০৪ ৭. মালদা-উত্তর খগেন মুর্মু – বিজেপি – ১,২৬,৪৮৮ মৌসম নূর – তৃণমূল – ১,১০,২৯৬ ঈশা খান চৌধুরী – কংগ্রেস – ৬০,৯৭১ ৮. মালদা-দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী – বিজেপি – ৭০,৬৭৫ আবু হাসেম খান – কংগ্রেস – ৫৭,৮১৯ মোয়াজ্জেম হোসেন – তৃণমূল – ৪২,৬২৬ ৯. জঙ্গিপুর খলিলুর রহমান – তৃণমূল – ১,৯৪,৩১৩ মাফুজা খাতুন – বিজেপি – ১,০৪,৬৮৯ অভিজিৎ মুখার্জি – কংগ্রেস – ৮৯,২৫১ ১০. বহরমপুর অধীর চৌধুরী – কংগ্রেস – ১,৫৩,৩৩৯ অপূর্ব সরকার – তৃণমূল – ১,১৬,৫৯৭ ১১. মুর্শিদাবাদ আবু তাহের – তৃণমূল – ১,৪৭,৫৪১ আবু হেনা – কংগ্রেস – ৯২,৬৫৫ হুমায়ুন কবীর – বিজেপি – ৫৭,৮০৫ বদরুদ্দোজা খান – বামফ্রন্ট – ৪৫,৬৯৯ ১২. কৃষ্ণনগর মহুয়া মৈত্র – তৃণমূল – ১,১৬,৯১৮ কল্যাণ চৌবে – বিজেপি – ৭৫,৫৭৭ ১৩. রানাঘাট জগন্নাথ সরকার – বিজেপি – ১,৭৫,২১৮ রূপালী বিশ্বাস – তৃণমূল – ১,১৯,২৬২ ১৪. বনগাঁ শান্তনু ঠাকুর – বিজেপি – ১,৫২,৩৮১ মমতাবালা ঠাকুর – তৃণমূল – ১,২৫,৮৩৯ ১৫. ব্যারাকপুর অর্জুন সিং – বিজেপি – ২৪,৬৯১ দীনেশ ত্রিবেদী – তৃণমূল – ২৩,১৪৩ ১৬. দমদম সৌগত রায় – তৃণমূল – ১,৩৫,৩৮৩ শমীক ভট্টাচার্য – বিজেপি – ১,২৫,৫৬৬ ১৭. বারাসত কাকলি ঘোষ দস্তিদার – তৃণমূল – ১,০১,০০৭ মৃণাল দেবনাথ – বিজেপি – ৭০,৩৩৩ ১৮. বসিরহাট নুসরত জাহান – তৃণমূল – ১,৩১,২৪২ সায়ন্তন বসু – বিজেপি – ৫৭,৯৯৫ ১৯. জয়নগর প্রতিমা মন্ডল – তৃণমূল – ১,৪৬,৭৯৬ অশোক কান্ডারি – বিজেপি – ৭৫,৯০৬ ২০. মথুরাপুর চৌধুরী মোহন জাটুয়া – তৃণমূল – ১,৩৮,২৯৫ শ্যামাপ্রসাদ হালদার – বিজেপি – ৮৮,৪৯৫ ২১. ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি – তৃণমূল – ১,৬৫,৬৪১ নীলাঞ্জন রায় – বিজেপি – ৯৫,০০০ ২২. যাদবপুর মিমি চক্রবর্তী – তৃণমূল – ২,০০,৪৯৫ অনুপম হাজরা – বিজেপি – ১,১৭,৬০২ বিকাশ ভট্টাচার্য – বামফ্রন্ট – ৮০,৬৫০ ২৩. কলকাতা দক্ষিণ মালা রায় – তৃণমূল – ৪,০৩,৮১৩ চন্দ্র বসু – বিজেপি – ১,৪৩,৭৬৮ ২৪. কলকাতা উত্তর সুদীপ ব্যানার্জি – তৃণমূল – ৯২,৯৩০ রাহুল সিনহা – বিজেপি – ৬২,২২০ ২৫. হাওড়া প্রসূন ব্যানার্জি – তৃণমূল – ১,২২,১৭৭ রন্তিদেব সেনগুপ্ত – বিজেপি – ৯২,৩৭৫ ২৬. উলুবেড়িয়া সাজদা আহমেদ – তৃণমূল – ২,৩৮,৭৩৪ জয় ব্যানার্জি – বিজেপি – ১,৭৬,৬৪৭ ২৭. শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি – তৃণমূল – ১,৪৮,৮২৬ দেবজিৎ সরকার – বিজেপি – ১,৩৩,৮৫৭ ২৮. হুগলি লকেট চ্যাটার্জি – বিজেপি – ৩,২৮,০৭২ রত্না দে নাগ – তৃণমূল – ২,৮০,৮৫৭ ২৯. আরামবাগ অপরূপা পোদ্দার – তৃণমূল – ১,৩৩,৪৩৩ তপন রায় – বিজেপি – ১,১০,২৮৮ ৩০. তমলুক দিব্যেন্দু অধিকারী – তৃণমূল – ১,৫৮,৫২০ সিদ্ধার্থ নস্কর – বিজেপি – ১,২৪,৪৩০ ৩১. কাঁথি শিশির অধিকারী – তৃণমূল – ১,৫৭,৪৩৯ দেবাশিস সামন্ত – বিজেপি – ১,৪০,৫৭৪ ৩২. ঘাটাল দীপক অধিকারী – তৃণমূল – ১,৬৬,৭৬০ ভারতী ঘোষ – বিজেপি – ১,৫০,১৪৬ ৩৩. ঝাড়গ্রাম কুন্নুর হেমব্রম – বিজেপি – ১,১০,৮৩৫ বিরবাহা সোরেন – তৃণমূল – ৯৪,৮৪৪ ৩৪. মেদিনীপুর দিলীপ ঘোষ – বিজেপি – ১,৬৪,২৪৬ মানস ভূঁইয়া – তৃণমূল – ১,৬৫,৮৯৩ ৩৫. পুরুলিয়া জ্যোতির্ময় মাহাতো – বিজেপি – ১,৫৬,৯৯৯ মৃগাঙ্ক মাহাতো – তৃণমূল – ১,১১,৬২৬ ৩৬. বাঁকুড়া সুভাষ সরকার – বিজেপি – ১,৭৩,১২১ সুব্রত মুখার্জি – তৃণমূল – ১,৩৬,৫৭৯ ৩৭. বিষ্ণুপুর সৌমিত্র খাঁ – বিজেপি – ১,৯৩,৩৬৪ শ্যামল সাঁতরা – তৃণমূল – ১,৫১,১০৭ ৩৮. বর্ধমান-পূর্ব সুনীল মন্ডল – তৃণমূল – ১,৯৩,৫৭৩ পরেশচন্দ্র দাস – বিজেপি – ১,৫০,০৩০ ৩৯. বর্ধমান-দুর্গাপুর সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া – বিজেপি – ২,২০,৬৮৪ মমতাজ সংঘমিত্রা – তৃণমূল – ২,০৫,৮৬৭ ৪০. আসানসোল বাবুল সুপ্রিয় – বিজেপি – ১,৭০,০৮৫ মুনমুন সেন – তৃণমূল – ১,০৩,৬৭২ ৪১. বোলপুর অসিত মাল – তৃণমূল – ১,৬১,৭১৪ রামপ্রসাদ দাস – বিজেপি – ১,১৫,৭২৪ ৪২. বীরভূম শতাব্দী রায় – তৃণমূল – ১,৪৩,১৪৪ দুধকুমার মন্ডল – বিজেপি – ১,১২,০৩২ বিধানসভা উপনির্বাচন – ১. দার্জিলিং নীরাজ তামাং – বিজেপি – ১৭,১৫৫ বিনয় তামাং – নির্দল – ১০,২২৬ ২. ইসলামপুর করিম চৌধুরী – তৃণমূল – ৩৭,৫৮৫ সৌম্যরূপ মন্ডল – বিজেপি – ১৯,৯৮৮ ৩. হাবিবপুর জুয়েল মুর্মু – বিজেপি – ২০,৩১৪ অমল কিস্কু – তৃণমূল – ১৬,০৮৫ ৪. কান্দি শফিউল খান – কংগ্রেস – ১৪,২২৯ গৌতম রায় – তৃণমূল – ১৩,৯৮১ ৫. নওদা মমতাজ বেগম – তৃণমূল – ২৮,৮৭২ সুনীল মন্ডল – কংগ্রেস – ১৪,০২৫ ৬. কৃষ্ণগঞ্জ আশিস বিশ্বাস – বিজেপি – ১৫,৩৬১ প্রমথ বোস – তৃণমূল – ১২,২৬৩ ৭. ভাটপাড়া পবন সিং – বিজেপি – ২৭,৯৬১ মদন মিত্র – তৃণমূল – ১৬,৫৪০ ৮. উলুবেড়িয়া পূর্ব ইদ্রিস আলি – তৃণমূল – ২২,৩৯২ প্রত্যুষ মন্ডল – বিজেপি – ২০,০৮০ আপনার মতামত জানান -