বাংলার রায় ২০১৯ – কে কোন আসনে কত ভোট পেলেন একনজরে – লাইভ আপডেট সকাল ১১:৩০ টা কলকাতা বিশেষ খবর রাজ্য May 23, 2019 আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) সঙ্গে বাংলার ৪২ টি লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। এর পাশাপাশি বাংলায় ৮ বিধানসভা আসনের উপনির্বাচনেরও হবে ভোট গণনা। এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। আপাতত শুরু হয়েছে ইভিএম গণনার কাজ, সেই হিসাবে পশ্চিমবঙ্গের সর্বশেষ চিত্রটা নিম্নরূপ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - লোকসভা আসন – মোট আসন – ৪২ ঘোষিত/গণনা চলছে – ৪২ তৃণমূল – ২৫ বিজেপি – ১৬ বামফ্রন্ট – ০ কংগ্রেস – ১ অন্যান্য – ০ ১. কুচবিহার পরেশ অধিকারী – তৃণমূল – ৭২,৮৬ নিশীথ প্রামানিক – বিজেপি – ৬৭,৬৮১ ২. আলিপুরদুয়ার জন বারলা – বিজেপি – ৫৩,৮৩১ দশরথ তিরকে – তৃণমূল – ৩৪,৯৬২ ৩. জলপাইগুড়ি জয়ন্ত রায় – বিজেপি – ৩৮,৬২৪ বিজয় বর্মন – তৃণমূল – ২৩,১৯০ ৪. দার্জিলিং রাজু সিংহ – বিজেপি – ১৩,৪৮৩ অমর রাই – ৪,৩৭৬ ৫. রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী – বিজেপি – ১৫,৮৯৪ কানাইয়ালাল আগরওয়াল – তৃণমূল – ১৩,৯১৬ মহম্মদ সেলিম – বামফ্রন্ট – ৫,৩১৫ দীপা দাশমুন্সি – কংগ্রেস – ৩,০৬৪ ৬. বালুরঘাট অর্পিতা ঘোষ – তৃণমূল – ৫৬,২৪১ সুকান্ত মজুমদার – বিজেপি – ৪৪,৫৬৩ ৭. মালদা-উত্তর খগেন মুর্মু – বিজেপি – ৩৬,৫৪৭ মৌসম নূর – তৃণমূল – ২৫,২৬৬ ঈশা খান চৌধুরী – কংগ্রেস – ১৬,৪৭৯ ৮. মালদা-দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী – বিজেপি – ২৫,৪২৩ আবু হাসেম খান – কংগ্রেস – ২১,৫৭৯ মোয়াজ্জেম হোসেন – তৃণমূল – ১৬,৬৬৮ ৯. জঙ্গিপুর খলিলুর রহমান – তৃণমূল – ৬৬,১০৫ মাফুজা খাতুন – বিজেপি – ২৯,৮১৩ অভিজিৎ মুখার্জি – কংগ্রেস – ২৭,৬২৩ ১০. বহরমপুর অধীর চৌধুরী – কংগ্রেস – ২৮,৯৪৯ অপূর্ব সরকার – তৃণমূল – ২৬,০১৮ ১১. মুর্শিদাবাদ আবু তাহের – তৃণমূল – ৬৩,৫৮৪ আবু হেনা – কংগ্রেস – ৩৯,৮০২ হুমায়ুন কবীর – বিজেপি – ২৫,১৩৩ বদরুদ্দোজা খান – বামফ্রন্ট – ১৯,৭২৭ ভোট ১২. কৃষ্ণনগর মহুয়া মৈত্র – তৃণমূল – ৫৬,৩২৮ কল্যাণ চৌবে – বিজেপি – ৩৭,৩৪০ ১৩. রানাঘাট জগন্নাথ সরকার – বিজেপি – ৫৭,৯১১ রূপালী বিশ্বাস – তৃণমূল – ৪৪,৫১২ ১৪. বনগাঁ শান্তনু ঠাকুর – বিজেপি – ৭১,৪৭৪ মমতাবালা ঠাকুর – তৃণমূল – ৫৮,০০৬ ১৫. ব্যারাকপুর অর্জুন সিং – বিজেপি – ১২,৪৪৬ দীনেশ ত্রিবেদী – তৃণমূল – ১২,২৭৭ ১৬. দমদম সৌগত রায় – তৃণমূল – ১,০২,৫৫৪ শমীক ভট্টাচার্য – বিজেপি – ৮৪,৬৫৫ ১৭. বারাসত কাকলি ঘোষ দস্তিদার – তৃণমূল – ৫৪,৯৪৬ মৃণাল দেবনাথ – বিজেপি – ৩৯,০৪৬ ১৮. বসিরহাট নুসরত জাহান – তৃণমূল – ৭২,১৬৭ সায়ন্তন বসু – বিজেপি – ৩৩,৯২৮ ১৯. জয়নগর প্রতিমা মন্ডল – তৃণমূল – ৮৩,৩০৮ অশোক কান্ডারি – বিজেপি – ৪১,৫৫৪ ২০. মথুরাপুর চৌধুরী মোহন জাটুয়া – তৃণমূল – ৯৫,৬৬০ শ্যামাপ্রসাদ হালদার – বিজেপি – ৬০,৮১৬ ২১. ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি – তৃণমূল – ১,১০,১২৫ নীলাঞ্জন রায় – বিজেপি – ৬৮,০৫৮ ২২. যাদবপুর মিমি চক্রবর্তী – তৃণমূল – ১,১৫,৩৮৪ অনুপম হাজরা – বিজেপি – ৭২,৫৭০ বিকাশ ভট্টাচার্য – বামফ্রন্ট – ৪৪,৬৯৭ ২৩. কলকাতা দক্ষিণ মালা রায় – তৃণমূল – ২,৪২১৩৯ চন্দ্র বসু – বিজেপি – ৭৯,১৮৫ ২৪. কলকাতা উত্তর সুদীপ ব্যানার্জি – তৃণমূল – ৬২,৩৫৬ রাহুল সিনহা – বিজেপি – ৪০,৩৫২ ২৫. হাওড়া প্রসূন ব্যানার্জি – তৃণমূল – ৮৬,৩৪০ রন্তিদেব সেনগুপ্ত – বিজেপি – ৫৯,১৩৬ ২৬. উলুবেড়িয়া সাজদা আহমেদ – তৃণমূল – ১,৭১,২১০ জয় ব্যানার্জি – বিজেপি – ১,২৯,৭০৮ ২৭. শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি – তৃণমূল – ৭৩,২৫৬ দেবজিৎ সরকার – বিজেপি – ৭০,৯৯৯ ২৮. হুগলি লকেট চ্যাটার্জি – বিজেপি – ২,২৯,৫০৪ রত্না দে নাগ – তৃণমূল – ১,৯৮,১২৮ ২৯. আরামবাগ অপরূপা পোদ্দার – তৃণমূল – ৯৫,৪২৮ তপন রায় – বিজেপি – ৮১,১২০ ৩০. তমলুক দিব্যেন্দু অধিকারী – তৃণমূল – ১,০৩,৩৬০ সিদ্ধার্থ নস্কর – বিজেপি – ৮২,৩০৬ ৩১. কাঁথি শিশির অধিকারী – তৃণমূল – ১,০৩,০৬৮ দেবাশিস সামন্ত – বিজেপি – ৯০,০৪১ ৩২. ঘাটাল দীপক অধিকারী – তৃণমূল – ৮৯,৭৫৯ ভারতী ঘোষ – বিজেপি – ৮০,৫৫৭ ৩৩. ঝাড়গ্রাম কুন্নুর হেমব্রম – বিজেপি – ৭২,২২৮ বিরবাহা সোরেন – তৃণমূল – ৬২,২১৮ ৩৪. মেদিনীপুর দিলীপ ঘোষ – বিজেপি – ৪৯,৩৩৩ মানস ভূঁইয়া – তৃণমূল – ৪৯,০৮০ ৩৫. পুরুলিয়া জ্যোতির্ময় মাহাতো – বিজেপি – ৯৫,৩২৫ মৃগাঙ্ক মাহাতো – তৃণমূল – ৭০,৮৯৪ ৩৬. বাঁকুড়া – বিজেপি এগিয়ে ৩৭. বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ – বিজেপি ৪,২১২ ভোটে এগিয়ে, শ্যামল সাঁতরা – তৃণমূল পিছিয়ে ৩৮. বর্ধমান-পূর্ব – সুনীল মন্ডল – তৃণমূল এগিয়ে, পারেশচন্দ্র দাস – বিজেপি পিছিয়ে ৩৯. বর্ধমান-দুর্গাপুর – মমতাজ সংঘমিত্রা – তৃণমূল এগিয়ে, সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া পিছিয়ে ৪০. আসানসোল – বাবুল সুপ্রিয় – বিজেপি এগিয়ে, মুনমুন সেন – তৃণমূল পিছিয়ে ৪১. বোলপুর – অসিত মাল – তৃণমূল ৬ হাজার ভোটে এগিয়ে, রামপ্রসাদ দাস – বিজেপি পিছিয়ে ৪২. বীরভূম – দুধকুমার মন্ডল – বিজেপি এগিয়ে, শতাব্দী রায় – তৃণমূল এগিয়ে বিধানসভা উপনির্বাচন – ১. দার্জিলিং – ২. ইসলামপুর – বিজেপি এগিয়ে ৩. হাবিবপুর – বিজেপি এগিয়ে ৪. কান্দি – ৫. নওদা – ৬. কৃষ্ণগঞ্জ – ৭. ভাটপাড়া – ৮. উলুবেড়িয়া পূর্ব – আপনার মতামত জানান -