এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার রায় ২০১৯ – কি ঘটছে বাংলার ৪২ লোকসভা আসনে? লাইভ আপডেট সকাল ৮:৩০ টা

বাংলার রায় ২০১৯ – কি ঘটছে বাংলার ৪২ লোকসভা আসনে? লাইভ আপডেট সকাল ৮:৩০ টা


আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) সঙ্গে বাংলার ৪২ টি লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। এর পাশাপাশি বাংলায় ৮ বিধানসভা আসনের উপনির্বাচনেরও হবে ভোট গণনা। এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। আপাতত চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ, সেই হিসাবে পশ্চিমবঙ্গের সর্বশেষ চিত্রটা নিম্নরূপ –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা আসন –
মোট আসন – ৪২
ঘোষিত/গণনা চলছে – ৫
তৃণমূল – ১
বিজেপি – ২
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ২
অন্যান্য – ০

১. কুচবিহার –
২. আলিপুরদুয়ার – বিজেপি ১১০০ ভোটে এগিয়ে
৩. জলপাইগুড়ি – তৃণমূল এগিয়ে
৪. দার্জিলিং – বিজেপি ১,৩৬৫ ভোটে এগিয়ে
৫. রায়গঞ্জ –
৬. বালুরঘাট –
৭. মালদা-উত্তর –

৮. মালদা-দক্ষিণ – কংগ্রেস এগিয়ে
৯. জঙ্গিপুর –
১০. বহরমপুর – কংগ্রেস ৭৬৩ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!