পিবি এক্সক্লুসিভ – এই মুহূর্তে ভোট হলে পশ্চিম ভারতের ৪ রাজ্যের ১০১ আসনের ফলাফল কি হতে পারে? জাতীয় বিশেষ খবর ভোটের সমীক্ষা January 21, 2019 আর মাত্র মাস দুই – তারপরেই পূর্ণমাত্রায় বেজে যাবে লোকসভা ভোটের দামামা। একদিকে যখন নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি – অন্যদিকে, তখন আঞ্চলিক শক্তিগুলির এক হয়ে গিয়ে নরেন্দ্র মোদিকে আটকানোর মহা পরিকল্পনা। এই অবস্থায়, গত ১ লা জানুয়ারী থেকে ১৫ ই জানুয়ারী পর্যন্ত যে সমীক্ষা করা হয় – তার পরিপ্রেক্ষিতে সারা ভারতের সম্ভাব্য ফলাফল আমরা আগামী এক সপ্তাহে একে একে প্রকাশ করব। এই সমীক্ষা কোনো মোটেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয় – শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবাসী কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। বাকি জায়গার সমীক্ষা জানুয়ারির প্রথম দু সপ্তাহে করা হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম সপ্তাহের সমীক্ষাকেই ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের পরবর্তী সমীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে করা হবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আজ পশ্চিম ভারতের ৪ টি রাজ্যের ১০১ টি আসনের সম্ভাব্য ফলাফল তুলে ধরা হল – ১. মহারাষ্ট্র মোট আসন – ৪৮ এনডিএ – ১৯ ইউপিএ – ১৮ (কংগ্রেস ও এনসিপি জোট ধরে) অন্যান্য – ১১ (শিবসেনা – ১০, এমএনএস – ১) ২. গোয়া মোট আসন – ২ এনডিএ – ২ ইউপিএ – ০ অন্যান্য – ০ ৩. গুজরাট মোট আসন – ২৬ এনডিএ – ১৮ ইউপিএ – ৮ অন্যান্য – ০ ৪. রাজস্থান মোট আসন – ২৫ এনডিএ – ১৬ ইউপিএ – ৯ অন্যান্য – ০ গোটা দেশের পরিপ্রেক্ষিতে মোট আসন – ৫৪৩ সমীক্ষায় প্রকাশিত – ১৩৯ এনডিএ – ৭৩ ইউপিএ – ৫৫ অন্যান্য – ১১ আরও পড়ুন – পিবি এক্সক্লুসিভ – এই মুহূর্তে ভোট হলে উত্তর ভারতের ৩৮ আসনের ফলাফল কি হতে পারে? আপনার মতামত জানান -