এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিশ্বজোড়া আতঙ্কের মাঝেই এবার বড় ঘোষণা হোয়াটস্যাপের, তবুও অ্যাকাউন্ট ডিলিটের ভয়ে আমজনতা

বিশ্বজোড়া আতঙ্কের মাঝেই এবার বড় ঘোষণা হোয়াটস্যাপের, তবুও অ্যাকাউন্ট ডিলিটের ভয়ে আমজনতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হচ্ছে না অ্যাকাউন্ট ডিলিট। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে যে তারা তাদের নতুন প্রাইভেসি পলিসি পরিবর্তন করতে চলেছে। সেক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে কোনো অ্যাকাউন্ট ডিলিট হওয়ার সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে। সেইসঙ্গে সংস্থারবটারাফে জানানো হয়েছে যে, হোয়াটসঅ্যাপে গোপনীয়তা এবং সুরক্ষা কীভাবে কাজ করে সে সম্পর্কে মানুষের ভুল ধারণা পরিবর্তন করার জন্য আরও অনেক কাজ করার পরিকল্পনা করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ যে প্রাইভেসি পলিসি আপডেট করেছে তাতে সেই পলিসি ধীরে ধীরে সমস্ত ব্যবহারকারীদের কাছে ফেব্রুয়ারি মাসের মধ্যে আনা হবে বলে জানান হয়। ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নতুন নীতি ফেব্রুয়ারীর ৮ তারিখের পর থেকে গৃহীত হবে বলে জানা যায়। আর সেক্ষেত্রে এই সময়ের মধ্যে পলিসি গ্রহণ না করলে যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট ডিলিট হতে পারে বলেও জানান হয়।

অন্যদিকে নতুন পলিসিতে যে নতুন গোপনীয়তা নীতি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করা হয়, তাতে বলা হয় যে হোয়াটসঅ্যাপ তার মূল সংস্থা ফেসবুকের সাথে ব্যবহারকারীর ডেটা ভাগ করবে। ব্যবহারকারীরা আগে যেখানে একটি নট নাউ এর অপশন পেতেন, এখন সেটা উপলব্ধ হবে না। আর এই পলিসিরই বিরুদ্ধে মুখ খুল দেখা যায় সিএআইটি কে। সেক্ষেত্রে তাঁরা দাবি করেন যে, হোয়াটস অ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপটেড পলিসি কার্যকরী হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলত ফেসবুকের কাছে ভারতে ২০০ মিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ডেটা পৌঁছে যাবে। তারা এই সমস্ত ডেটা অ্যাক্সেস করতে সক্ষম হবে। যা মানুষের শুধু ব্যক্তিগত তথ্যই নয়, দেশের সুরক্ষা ব্যবস্থার জন্যও মারাত্মক হতে পারে বলেই দাবি করেছিলেন তাঁরা। আর তাই এই নতুন পলিসির প্রতিবাদ করে ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে চিঠি লিখে ভারতে এই মেসেজিং অ্যাপ এবং তার মূল সংস্থা ফেসবুকের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করে।

অন্যদিকে, এই ঘটনার পর পিটিআই সূত্রে জানা যায়, হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্রের কথা মত হোয়াটস অ্যাপের স্বচ্ছতা আরও বাড়ানোর জন্য তাঁরা এই গোপনীয়তা নীতি আপডেট করেছেন। যাতে তাদের মূল সংস্থা ফেসবুকের সাথে যোগাযোগের ক্ষেত্রে তাদের যোগাযোগ পরিচালনা করতে সহায়তা হয়। সেইসঙ্গে এই নতুন পলিসি মানুষের ব্যক্তিগত তথ্যে নজরদারি করবে না বলেও আশ্বস্ত করা হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এরপরও মানুষের মধ্যে হোয়াটস অ্যাপ ব্যবহারের জন্য অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার তাই নিজেদের নতুন পলিসি আপডেট করার কথাই ভাবছে সংস্থাটি।

কিন্তু তা সত্ত্বেও আমজনতার কাটছে না আতঙ্ক। এমনিতেই তথ্য চুরির অভিযোগে ফেসবুকের গ্রহণযোগ্যতা তলানিতে। সেই সংস্থাই কিনে নিয়েছে হোয়াটস্যাপ এবং হোয়াটস্যাপের ব্যক্তিগত তথ্য ফেসবুককে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ক্রমশ তীব্র হচ্ছে আতঙ্ক – আর ঝড়ের বেগে মানুষ হোয়াটস্যাপ ছেড়ে যোগ দিচ্ছে টেলিগ্রাম (https://tinyurl.com/yygbqhef) বা সিগন্যাল (https://tinyurl.com/y5encb6t) অ্যাপে। আমরাও আমাদের পাঠকদের সুরক্ষার কথা ভেবে আগামীদিনে আমাদের পরিষেবা শুধুমাত্র এই দুটি অ্যাপেই দিতে চলেছি। তাই দেরি না করে উপরের লিঙ্ক দুটিতে ক্লিক করে আজই যোগদিন এবং আগামীদিনে নিরবিচ্ছিন্নভাবে প্রিয় বন্ধু মিডিয়ার নিউজ পড়তে থাকুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!