এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারে মুখ্যমন্ত্রী কি নীতিশই? কোন ফর্মুলায় হচ্ছে সরকার গঠন? কোন সূত্র বের করল বিজেপি?

বিহারে মুখ্যমন্ত্রী কি নীতিশই? কোন ফর্মুলায় হচ্ছে সরকার গঠন? কোন সূত্র বের করল বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহু জল্পনা-কল্পনার পর অবশেষে বিহারে ক্ষমতা দখল করল এনডিএ জোট। আশঙ্কা করা হয়েছিল, নীতীশ কুমারের বিরুদ্ধে যেভাবে তেজস্বী যাদব সহ এখানকার বিরোধী রাজনৈতিক দলগুলো উঠে-পড়ে লেগেছে, তাতে এবার বিজেপি এবং জেডিইউ জোট ক্ষমতা নাও দখল করতে পারে। স্বাভাবিক ভাবেই ভোটের ফলাফল ঘোষণার মধ্যে এই ব্যাপারে জল্পনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছিল। অবশেষে এখানে শেষ হাসি হেসেছে এনডিএ শিবির।

তবে বিহারে বিজেপি এবং জেডিইউ জোট ক্ষমতায় আসলেও, এবার কোন দলের পক্ষে কতজন মন্ত্রী হবে, তা নিয়ে জোরালো জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করেছে 74 টি আসনে। সেক্ষেত্রে তারা 21 জন ক্যাবিনেট মন্ত্রী পেতে পারে। অন্যদিকে জেডিইউ মুখ্যমন্ত্রী সহ পেতে পারে 13 টি মন্ত্রীপদ। অন্যদিকে এনডিএর অন্যান্য জোট শরিকদের মধ্যে জিতেনরাম মাঝির দল এবং মুকেশ সাহানির দল চারটি করে আসনে জয়লাভ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে তারা ক্যাবিনেটে একটি করে মন্ত্রী পেতে পারে। স্বভাবতই এখন বিহার মন্ত্রিসভা গঠনের দিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। নানা সমীক্ষক সংস্থার জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়ে যেভাবে এখানে এনডিএ ক্ষমতা দখল করেছে, তা সত্যিই তাৎপর্যপূর্ণ ব্যাপার। তবে এবার মন্ত্রিসভা গঠনের ব্যাপারে যদি এনডিএ শিবির ঐক্যমতের ভিত্তিতে না পৌঁছায়, তাহলে সেখানে বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এখন মন্ত্রিসভা গঠনে সামঞ্জস্য বজায় রাখতে চাইছে এনডিএ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে যেভাবে নীতীশ কুমারের পরাজয় নিয়ে নানা মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাদের শেষ পর্যন্ত নীতীশ কুমারের জয় এর রহস্য নিয়ে এখন নানা জল্পনা তৈরি হয়েছে। কিভাবে ক্ষমতা দখলের রাখলেন নীতীশ কুমার। একাংশের মতে, নীতীশ কুমারের জয়ের সবথেকে বড় কারণ মহিলাদের ভোটদান। কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নানা প্রকল্প চালু করা হয়েছিল। যা বিহারে এনডিএর জয়ের পেছনে অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাভাবিকভাবেই তেজস্বী যাদবের নেতৃত্বে বিরোধী মহাজোট নীতীশ কুমারকে অস্বস্তিতে ফেলবে বলে নানা সমীক্ষক সংস্থা দাবি করলেও, শেষ পর্যন্ত এখানে শেষ হাসি হেসেছে এনডিএ শিবির। আর ক্ষমতা দখল করার পর এবার মন্ত্রিসভা গঠনে জোর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত বিহারের মন্ত্রিসভা কেমন হয়, কারা কারা ঠাঁই পায় সেই মন্ত্রিসভায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!