এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের সমীক্ষা নিয়ে কি বলছে প্রধান ৪ রাজনৈতিক দল?

পঞ্চায়েতের সমীক্ষা নিয়ে কি বলছে প্রধান ৪ রাজনৈতিক দল?


গতকাল বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবিপি আনন্দ-সি ভোটার সংস্থা প্রকাশ করেছে তাদের দ্বিতীয় দফার সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ফলাফল হতে পারে নিম্নরূপ –

মোট আসন – ৮২৫
তৃণমূল কংগ্রেস – ৫৩৮
বিজেপি – ১৬৭
বামফ্রন্ট – ৭৩
কংগ্রেস – ৪৩
অন্যান্য – ৪

প্রাপ্ত ভোট শতাংশের হিসাবে তা দাঁড়াতে পারে –
তৃণমূল কংগ্রেস – ৩৪%
বিজেপি – ২৬%
বামফ্রন্ট – ১৩%
কংগ্রেস – ৭%
অন্যান্য – ২০%

আর এই সমীক্ষা সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক, এই সমীক্ষা প্রসঙ্গে কে কি বললেন?

দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি
আমরা আরও ভাল করব। জেলা পরিষদে ২০০ থেকে ২৫০ আসন পাব। ৩০% ভোটও পাব।

বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান
মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ১০০% আসন জিতবেন। এর পরে যা হওয়ার তা-ই হবে। অন্য কিছু বলার নেই।

মনোজ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক
এই সমীক্ষা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। মনোনয়নেই এত কাণ্ড। তার উপর আবার ভোট ও তার ফল!

তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসকদল
এই সমীক্ষা নিয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!