এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কি হতে পারে ডিভিশন বেঞ্চে পঞ্চায়েতের রায়? কি বলছেন বিশেষজ্ঞরা?

কি হতে পারে ডিভিশন বেঞ্চে পঞ্চায়েতের রায়? কি বলছেন বিশেষজ্ঞরা?

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের করা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলার শুনানি শেষ হল। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন শুনানি আপাতত শেষ, আলোচনা করে আজ বিকাল সাড়ে চারটের সময় এই মামলার রায়দান করবেন তাঁরা। ফলে শাসক-বিরোধী তো বটেই এই মামলার রায়দান কি হতে চলেছে তা নিয়ে তুমুল উৎসাহ আমজনতারও। কি হতে পারে এই মামলার রায় – এই প্রশ্ন নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে যাই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মোটামুটি সবাই একমত, পিছিয়ে যেতে পারে পঞ্চায়েতের দিনক্ষণ। কেন মনে করছেন তাঁরা? প্রশ্নের জবাবে সবাই মোটামুটি আঙ্গুল তুলছেন বিচারপতিদের শেষ প্রশ্নের দিকে। তাঁদের মতে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমনাত্মক সওয়াল, বা বিচারপতিদের প্রশ্নবানে নির্বাচন কমিশনের সচিবের জর্জরিত হয়ে যাওয়া নয়, সমগ্র প্রক্রিয়ায় সবথেকে গুরুত্ত্বপূর্ন হতে চলেছে বিচারপতিদের শেষ প্রশ্ন, যেখানে তাঁরা কমিশনের সচিবের কাছে জানতে চান, কবে বর্তমান ত্রিস্তর পঞ্চায়েতের সময়সীমা শেষ হচ্ছে? জবাবে সচিব জানান, আগামী অগস্ট মাস পর্যন্ত চলতে পাবে বর্তমানে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদের বোর্ড। অর্থাৎ হাতে সময় আছে। আর তাই সবদিক খতিয়ে দেখে পুরো নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে আদালত নির্বাচন পিছিয়ে দেওয়ার রায় দিতেই পারেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। তবে আদতে কি হবে তা জানতে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ছাড়া অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!