এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হোয়াটস্যাপের হাত ধরেই বাজিমাতের ভাবনা! বিধানসভার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিল শাসকদল তৃণমূল

হোয়াটস্যাপের হাত ধরেই বাজিমাতের ভাবনা! বিধানসভার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিল শাসকদল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞদের মতে, 2019 এর লোকসভা নির্বাচনের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন আগামী দিনে বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে গেলে সবার আগে প্রয়োজন এরাজ্যে সংগঠনকে আরো মজবুত করা। আর তার জন্য প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা। 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ইতিমধ্যেই তৃণমূল শিবিরে হয়ে চলেছে একের পর এক পরিবর্তন। সম্প্রতি একুশে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেন একুশের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূলের ফিরে আসার।

সেই কথার রেশ ধরেই সম্প্রতি হয়ে গেল শাসক দল তৃণমূলের ব্যাপক সাংগঠনিক রদবদল। আর এবার তৃণমূল উঠেপড়ে লেগেছে ভার্চুয়াল জগতকে সংগঠনের কাজে লাগাতে। আর সেক্ষেত্রে এবার হোয়াটসঅ্যাপকে কাজে লাগাতে তৎপর তৃণমূল শিবির। দলের যাবতীয় কর্মসূচিকে বাস্তবায়ন করতে এবং সরকারের উন্নয়নের প্রচার চালাতে কর্মীদের আরো বেশি করে পাশে পেতে চাইছে তৃণমূল শিবির। আর সে কারণেই এবার বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা নির্দেশ দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে জেলার প্রতিটি বুথ, গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার।

শ্যামল সাঁতরার মতে, দলের প্রতিটি নির্দেশ যাতে কর্মীদের কাছে দ্রুত পৌঁছানো যায়, তার জন্যই এই পরিকল্পনা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুথস্তরে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি তৈরি হবে সেখানে দলের সভাপতি ছাড়াও দলের কর্মী ও সমর্থকদের রাখা হবে। সেই গ্রুপে অঞ্চল কমিটি এবং ব্লক কমিটির কমপক্ষে দুজন সদস্য থাকবে বলে খবর। অন্যদিকে অঞ্চল কমিটির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে তাতে থাকবেন গ্রাম পঞ্চায়েতের সদস্য, অঞ্চল কমিটির সদস্য এবং ব্লকের অন্তত দুইজন পদাধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ব্লক স্তরের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি হবে সেখানে থাকবেন অঞ্চল সভাপতি, প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য ও জেলা কমিটির তিন সদস্য। জানা গিয়েছে, জেলা সভাপতি শ্যামল সাঁতরার নির্দেশ আসার পরেই ইতিমধ্যে বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল। 2019 এর লোকসভা নির্বাচনের পর জঙ্গলমহল থেকে কর্তৃত্ব হারায় শাসক দল তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহল এলাকায় তৃণমূল সংগঠনকে পাকাপোক্ত করতে দলনেত্রী দায়িত্ব দিয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা শ্যামল সাঁতরা কে।

আর দায়িত্ব নিয়েই শ্যামল সাঁতরা যেভাবে এলাকার তৃণমূল শিবিরকে পরিকল্পনামাফিক একজোট করে বিধানসভার লড়াইতে নামার প্রস্তুতি নিচ্ছেন, তা যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে বিজেপিকে পিছিয়ে দিতে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল শিবির। আপাতত আগামী বিধানসভা নির্বাচনের লড়াই যে ব্যাপক জোরদার হতে চলেছে, সে ব্যাপারে একমত সবাই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!