এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে কবে যোগ দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর? সঙ্গে আসছেন আর কারা?

বিজেপিতে কবে যোগ দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর? সঙ্গে আসছেন আর কারা?


এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি – কংগ্রেস ও বামফ্রন্টকে বহু পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা ছিনিয়ে নেওয়ার পরেই রাজনৈতিক বিশেষজ্ঞরা আশা করেছিলেন, রাজ্য-রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বা তৃণমূল বিরোধী বলে যাঁরা পরিচিত তাঁদের অনেকেই এবার নোঙর ফেলবেন গেরুয়া শিবিরে। আর তাঁদের আশা যে অমূলক ছিল না তা প্রমান হয়ে গেল রাজ্যের প্রাক্তন তৃণমূল-মন্ত্রী তথা অধীর চৌধুরীর ‘ডানহাত’ হিসাবে খ্যাত হুমায়ুন কবীর বিজেপিতে যোগদানের ঘোষণা করতেই। সূত্রের খবর, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন বাংলায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই গেরুয়া শিবিরে যোগদানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সূত্রের খবর, সেইমত হুমায়ুন কবীর দিল্লি থেকে ফিরেই ছুটেছিলেন বিজেপির রাজ্য সদর দপ্তর ৬, মুরলীধর সেন লেনে। সেখানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমকে হুমায়ুন কবীর জানান, এখন রমজান মাস চলছে, রমজান মাসের শেষে ঈদের পর বিজেপিতে যোগদান করব। সেই যোগদান পর্ব অবশ্য জুন মাস শেষ হওয়ার আগেই হয়ে যাবে। বহরমপুরে এক সভায় বিজেপির রাজ্য নেতৃত্ত্বের উপস্থিতিতে অনুগামীদের নিয়ে যোগদান করব বিজেপিতে। তিনি আরো জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতেই আমি বিজেপিতে যোগ দিচ্ছি, কারণ মমতা ও বিজেপির মধ্যে কোনও আঁতাত নেই। কিন্তু মমতার সোনিয়া ও রাহুলের সঙ্গে দেখা করার ঘটনা দেখে তাঁর মনে হয়েছে – কংগ্রেস-তৃণমূলের মধ্যে আঁতাত তৈরি হচ্ছে। আর তাই কংগ্রেস ছেড়ে এবার বিজেপির পথ বেছে নিলাম। অন্যদিকে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, (হুমায়ুন কবীরের বিজেপিতে যোগদান প্রসঙ্গে) আমাদের কাছে প্রস্তাব এসেছে, আমরা যে অরাজি – তাও নয়। কথাবার্তা এগিয়েছে, এবার বাকিটার জন্য অপেক্ষা করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!