এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নবান্নে প্রশাসনিক বৈঠকে ঠিক হয়ে গেল পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট

নবান্নে প্রশাসনিক বৈঠকে ঠিক হয়ে গেল পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট

আজ রাজ্য নির্বাচন কমিশন আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোট ৩ দফায় হতে চলেছে নির্বাচন। ভোটগ্রহণ হবে মে মাসের ১, ৩ ও ৫ তারিখ। ভোটগণনা হবে ৮ মে।

১ মে (মঙ্গলবার) প্রথম দফায় ভোট হবে – নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া – এই ১২ জেলায়।

৩ মে (বৃহস্পতিবার) দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোট হবে দুটি জেলায়। মুর্শিদাবাদ ও বীরভূমে।

৫ মে (শনিবার) তৃতীয় দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে – এই ৬ জেলায়।

এ দিন কমিশন জানিয়েছে, ভোটের বিজ্ঞপি জারি করা হবে ২ এপ্রিল। প্রথম পর্যায়ের ভোটে (১ মে) যদি পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, তবে তা নেওয়া হবে ৩ মে। দ্বিতীয় পর্যায়ের ভোটে (৩মে) তা নেওয়া হবে ৫ মে এবং শেষ পর্যায়ের পুনর্নির্বাচন হবে ৭ মে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!