এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কবে হতে পারে বাংলায় বিজেপি রাজ্য সভাপতি বদল? আদৌ কি হচ্ছে?

কবে হতে পারে বাংলায় বিজেপি রাজ্য সভাপতি বদল? আদৌ কি হচ্ছে?


পঞ্চায়েত নির্বাচনের ফলের ভিত্তিতে সরকারিভাবে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা গেরুয়া শিবিরের হাতে যেতেই এখন বিজেপি শিবিরের অন্দরে লাখ টাকার প্রশ্ন হিসাবে ঘুরপাক খাচ্ছে – বাংলায় কি রাজ্য সভাপতি বদল হবে? নাকি দিলীপ ঘোষের নেতৃত্ত্বেই এগিয়ে যাবে বঙ্গ বিজেপি? এই জল্পনায় আরো গতি পায় আপৎকালীন ভিত্তিতে মুকুল রায়কে অমিত শাহ দিল্লিতে ডেকে পাঠানোয়। গত সপ্তাহে মুকুল রায়ের সঙ্গে অমিত শাহের দীর্ঘ বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। সরকারিভাবে সেই বৈঠকের নির্যাস নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও, নাম প্রকাশে অনিচ্ছুক মুকুল রায়ের ঘনিষ্ঠ এক নেতার দাবি – ওই বৈঠকে পঞ্চায়েতের ফলাফল, আগামী দিনের বঙ্গ রাজনীতির স্ট্রাটেজি নিয়ে মূলত আলোচনা হলেও রাজ্য সভাপতি বদল নিয়েও আলোচনা হয়েছে।

ওই নেতার আরো দাবি, প্রথমে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার ঘনিষ্ঠ কলকাতার পার্শ্ববর্তী জেলার এক দীর্ঘদিনের নেতার নাম ওঠে রাজ্য সভাপতি হিসাবে। মুকুলবাবুর নিজেরও নাকি সেই নাম নিয়ে খুব বেশি অসুবিধা ছিল না। তবে ওই নেতা নাকি নিজেই রাজি নন রাজ্য সভাপতির আসনে বসতে। তাই বিজেপির শীর্ষনেতৃত্ত্ব চাইছে একেবারে সরাসরি মুকুলবাবুকে সভাপতির আসনে বসিয়ে ঘুঁটি সাজাতে। কিন্তু মুকুল রায়ের বিরুদ্ধে একটিই ব্যাপার যাচ্ছে – তা হল তিনি সঙ্ঘ পরিবার থেকে আসেননি। আর তাই এই ব্যাপারে ধীরে চলো নীতি নিচ্ছে গেরুয়া শিবির। ওই নেতার আরো দাবি, দিলীপবাবু বা নতুন কেউ যিনিই রাজ্য সভাপতির দায়িত্ত্ব পান – তাঁর নেতৃত্ত্বে আগামীদিনে তিন-তিনটি বড় নির্বাচন বিজেপিকে লড়তে হবে বাংলার বুকে – ২০১৯ এর লোকসভা, ২০২০ এর কলকাতা-বিধাননগর পুরসভা ও ২০২১ এর বিধানসভা। সুতরাং শীর্ষনেতৃত্ত্ব এমন একজনকে দায়িত্ত্ব দিতে চাইছেন, যার নেতৃত্ত্বে বাংলায় তিহাস রচনা করতে পারে – তাই সবদিক খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিতে চান সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জুনের তৃতীয় বা শেষ সপ্তাহে অমিত শাহ বঙ্গ-সফরে আসছেন, তখন রাজ্য নেতাদের সঙ্গে বিশদে আলোচনা করে জুলাই মাসের প্রথম সপ্তাহে দিল্লি থেকে এই নিয়ে ঘোষণা করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!