এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় যে ‘অরাজনৈতিক’ ১০ লোকসভা আসন পাখির চোখ করতে চলেছে গেরুয়া শিবির

বাংলায় যে ‘অরাজনৈতিক’ ১০ লোকসভা আসন পাখির চোখ করতে চলেছে গেরুয়া শিবির

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার পরেই গেরুয়া শিবির পরের লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী লোকসভা নির্বাচন। বাংলার ৪২ টি লোকসভা আসনের মধ্যে অন্তত ২২ টি আসনে পদ্ম ফোটাতে মরিয়া তারা। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হঠাতে ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় করছেন, আর সেখানে অন্যতম নিয়ন্ত্রকের ভূমিকা নিতে তাঁর লক্ষ্য বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে সবকটি আসনেই ঘাসফুলের পতাকা ওড়ানো। কিন্তু গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অন্যান্য লোকসভা আসনের পাশাপাশি এখন থেকেই জোর দেওয়া হবে এমন ১০ আসনে যেখানে ২০১৪ সালে শাসকদলের টিকিটে সাংসদ হয়েছিলেন অরাজনৈতিক মুখ। এই ১০ আসনে বিশেষ নজর দেওয়ার কারণ দুটি – প্রথমত, সেখানে অরাজনৈতিক মুখ সাংসদ হওয়ায় দলীয় সংগঠনের সঙ্গে তাঁদের বিশেষ যোগ নেই, দলনেত্রীর নির্দেশে তখন তাঁদের প্রার্থী হিসাবে মেনে নিলেও, দলীয়স্তরে ক্ষোভ ছিল সংগঠন করা দলীয় নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন। আর সেই ক্ষোভকেই কাজে লাগাতে মরিয়া গেরুয়া শিবির। দ্বিতীয়ত, এইসব অরাজনৈতিক মুখ দলীয় সাংসদ হওয়ার পর হয় তাঁদের নাম দুর্নীতিতে জড়িয়েছে, নাহলে স্থানীয় সংগঠনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, নাহলে তাঁদের সেইভাবে এলাকাতেই দেখা যায় নি। ফলে সবমিলিয়ে সাধারণ মানুষের কাছে জনভিত্তি হারিয়েছে – আর এই সুযোগটাকেও কাজে লাগাতে মরিয়া গেরুয়া শিবির। এবার একনজরে দেখে নেওয়া যাক কোন ১০ টি এইরকম ‘অরাজনৈতিক’ মুখের আসনকে বিজেপি শিবির ‘টার্গেট’ করছে ও কেন –

১. বাঁকুড়া – বর্তমান সাংসদ মুনমুন সেন, অভিনেত্রী – এলাকায় সেভাবে দেখা যায় নি, সংগঠনের সঙ্গে ভালো যোগাযোগ নেই, বাঁকুড়ায় যখন বন্যা হয়েছিল তখন দিল্লিতে সংসদ চলছে বলে এলাকায় আসেননি, ফলে স্থানীয় ক্ষোভ আছে

২. বীরভূম – বর্তমান সাংসদ শতাব্দী রায়, অভিনেত্রী – পরপর দুবারের সাংসদ হলেও এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে সেভাবে দেখা যায় না বলে দলীয় স্তরেই ক্ষোভ আছে

৩. কৃষ্ণনগর – বর্তমান সাংসদ তাপস পাল, অভিনেতা – ইতিমধ্যেই রোজভ্যালি কাণ্ডে নাম জড়িয়ে জেলে যেতে হয়েছে, তার আগেও কিছু উত্তপ্ত কথা সুধী-সমাজ ভালোভাবে নেয় নি

৪. মেদিনীপুর – বর্তমান সাংসদ সন্ধ্যা রায়, অভিনেত্রী – স্থানীয় সংগঠনের সঙ্গে সমন্বয়ের অভাব আছে, কিছুদিন আগেই তাঁর আপ্ত-সহায়ক আর্থিক প্রতারণা মামলায় জড়িয়ে যান

৫. হাওড়া – বর্তমান সাংসদ প্রসূন ব্যানার্জি, ফুটবলার – ইতিমধ্যেই নারদ মামলায় নাম জড়িয়েছে

৬. বোলপুর – বর্তমান সাংসদ অনুপম হাজরা, কলেজ শিক্ষক – জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ, বারবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে

৭. বালুরঘাট – বর্তমান সাংসদ অর্পিতা ঘোষ, নাট্যকর্মী – স্থানীয় সংগঠনের উপর খুব বেশি জোড় নেই, বারবার গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠছে

৮. ঝাড়গ্রাম – বর্তমান সাংসদ উমা সরেন, ডাক্তার – সেইভাবে এলাকায় দেখা যায় না, তাঁর কিছু মন্তব্যে সাধারণ মানুষের তো বটেই দলীয় কর্মীদেরও তীব্র ক্ষোভ

৯. ঘাটাল – বর্তমান সাংসদ দেব, অভিনেতা – এলাকায় সেইভাবে দেখায় যায় না, সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই

১০. যাদবপুর – বর্তমান সাংসদ সুগত বসু, কলেজ শিক্ষক – এলাকায় তো দূরস্থান দেশেই খুব বেশি পাওয়া যায় না, যে ভোট ম্যানেজার আরাবুল ইসলামের কাঁধে ভর দিয়ে জিতেছিলেন, তিনি নিজেই ভাঙড় কাণ্ডে বেশ ব্যাকফুটে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!