এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের সম্ভানাময় আসন হিসাবে কোন ২২ টি লোকসভার তালিকা গেল অমিত শাহের কাছে?

রাজ্যের সম্ভানাময় আসন হিসাবে কোন ২২ টি লোকসভার তালিকা গেল অমিত শাহের কাছে?


২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে অন্তত ২২ টি আসন জিততে মরিয়া গেরুয়া শিবির বলে জানা যাচ্ছিল। সম্প্রতি এক সংবাদমাধ্যমের দাবি দিলীপ ঘোষের নেতৃত্ত্বাধীন বিজেপির রাজ্য নেতৃত্ত্বকে যে তালিকা পাঠিয়েছেন তাতে ‘সম্ভাবনাময়’ আসন হিসাবে চিহ্নিত করা হয়েছে এই ২২ টি আসনকে –

১. কলকাতা-উত্তর
২. কলকাতা-দক্ষিণ
৩. বালুরঘাট
৪. জলপাইগুড়ি
৫. কুচবিহার
৬. আলিপুরদুয়ার
৭. মালদা-উত্তর
৮. কৃষ্ণনগর
৯. বনগাঁ
১০. আসানসোল
১১. পুরুলিয়া
১২. বাঁকুড়া
১৩. ঝাড়গ্রাম
১৪. মেদিনীপুর
১৫. শ্রীরামপুর
১৬. বারাসত
১৭. দমদম
১৮. হাওড়া
১৯. বোলপুর
২০. ব্যারাকপুর
২১. দার্জিলিং
২২. রায়গঞ্জ

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদমাধ্যমে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!