এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লোকসভা নির্বাচনে বাংলার কোন ৩২ আসনকে পাখির চোখ করছে গেরুয়া শিবির?

লোকসভা নির্বাচনে বাংলার কোন ৩২ আসনকে পাখির চোখ করছে গেরুয়া শিবির?


২০১৯-এর লোকসভা নির্বাচনে পুনরায় জিতে কেন্দ্রে ফিরে আসতে মরিয়া গেরুয়া শিবির। আর তাই বাংলার ৪২ টা লোকসভা আসনের মধ্যে ২২ টা আসনকে জেতার জন্য পাখির চোখ করছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার সাথে সাথে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বঙ্গ-বিজেপি নেতাদের জন্য ‘টার্গেট’ আরো ১০ টি আসন বাড়িয়ে ৩২ টা করে দিয়েছেন। কিন্তু কোন ৩২ টি আসন বিজেপির নজরে তা নিয়ে মুখ খুলতে রাজি নয় কোনো শীর্ষনেতাই। তবে বিজেপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে আকারে-ইঙ্গিতে যা জানা যাচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের চোখে আগামী লোকসভা নির্বাচনে ‘সম্ভাবনাময়’ আসনগুলি হল –

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

১. কুচবিহার
২. আলিপুরদুয়ার
৩. জলপাইগুড়ি
৪. রায়গঞ্জ
৫. বালুরঘাট
৬. মালদা-উত্তর
৭. কৃষ্ণনগর
৮. রানাঘাট
৯. বনগাঁ
১০. ব্যারাকপুর
১১. দমদম
১২. বারাসত
১৩. বসিরহাট
১৪. জয়নগর
১৫. ডায়মন্ড-হারবার
১৬. যাদবপুর
১৭. কলকাতা-দক্ষিণ
১৮. কলকাতা-উত্তর
১৯. হাওড়া
২০. শ্রীরামপুর
২১. হুগলি
২২. তমলুক
২৩. কাঁথি
২৪. ঘাটাল
২৫. ঝাড়গ্রাম
২৬. মেদিনীপুর
২৭. পুরুলিয়া
২৮. বাঁকুড়া
২৯. বর্ধমান-দুর্গাপুর
৩০. আসানসোল
৩১. বোলপুর
৩২. বীরভূম

এছাড়াও অত্যন্ত কঠিন তাই অন্তত প্রথম দুইয়ের মধ্যে থাকার চেষ্টা করবে বাকি ১০ টি আসন বলে দাবি গেরুয়া শিবিরের নেতাদের। এই ১০ টি আসন হল –
১. দার্জিলিং
২. মালদা-দক্ষিণ
৩. জঙ্গিপুর
৪. বহরমপুর
৫. মুর্শিদাবাদ
৬. মথুরাপুর
৭. উলুবেড়িয়া
৮. আরামবাগ
৯. বিষ্ণুপুর
১০. বর্ধমান-পূর্ব

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!