এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হুইলচেয়ারে করে প্রচারে মমতা, “সহানুভূতি পাওয়ার চেষ্টা” বিস্ফোরক দিলীপ ঘোষ!

হুইলচেয়ারে করে প্রচারে মমতা, “সহানুভূতি পাওয়ার চেষ্টা” বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই এই গোটা বিষয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি তার পায়ে আঘাত লাগলেও প্রচারে যে তিনি কোনো রকম খামতি রাখবেন না, তা হাসপাতালের বেডে শুয়েই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর সেই মত করেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হুইলচেয়ার করে জেলা সফরে বেরিয়ে পড়েছেন তিনি। একের পর এক রাজনৈতিক কর্মসূচি থেকে তার পা আঘাতপ্রাপ্ত হলেও তাকে কোনোভাবেই রোখা যাবে না বলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ারে করে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করাকে “সহানুভূতির আদায়ের চেষ্টা” বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো জবাব নেই। তাই নাটক করছেন। ভালো পাটাকে ভেঙে সেখানে ব্যান্ডেজ করেছেন। হুইলচেয়ারে করে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন। মানুষ উন্নয়ন আর অধিকার চায়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করে কার্যত বিতর্ককে ক্রমশ বাড়িয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার পর থেকেই এই বিষয়টি রীতিমত রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে চলে এসেছে। বর্তমানে বিজেপির বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে হুইল চেয়ার করে বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে। আর এই পরিস্থিতিতে সহানুভূতি পাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন বলে দিলীপ ঘোষের মন্তব্য যে যথেষ্ট বিতর্ক তৈরি করবে, তা বলাই যায়।

পর্যবেক্ষকদের মতে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার পরেই এই বিষয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। যার পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হুইলচেয়ার করেই প্রচারে অংশ নেন তৃণমূল নেত্রী। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন, পায়ের যন্ত্রনা হলেও তিনি কোনোভাবেই নিজের রাজনৈতিক কর্মসূচি থেকে সরে আসবেন না। আর এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী সহানুভূতি পাওয়ার জন্য এইসব করছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যার ফলে তৃণমূল এবং বিজেপির তরজা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!