এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হুইলচেয়ারে করেই রোড শো শুরু মমতার! দুপুরে সভা!

হুইলচেয়ারে করেই রোড শো শুরু মমতার! দুপুরে সভা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 294 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এবার সবথেকে বেশি হাইপ্রোফাইল কেন্দ্রের নাম নন্দীগ্রাম। যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন। আর তার আগে এখন রীতিমতো প্রচার জমে উঠেছে। ইতিমধ্যেই ভোটের সময় পর্যন্ত তিনি নন্দীগ্রামে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শেষ মুহূর্তে প্রচারের জন্য আজ ময়দানে নেমে পড়েছেন তিনি।

জানা গেছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো করে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার শুরু করে দিয়েছেন। আট কিলো মিটারজুড়ে হুইলচেয়ার করেই তিনি তার প্রচার করবেন। আর এরপর ঠাকুরচকে পৌঁছে জনসভা করবেন তৃণমূল নেত্রী। তবে ঠাকুরচকের পর বয়াল এবং আমেদাবাদে দুটি জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থ্যাৎ শেষ মুহূর্তের প্রচারে নিজের জয় নিশ্চিত করতে রীতিমত ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে লড়াই করতেন। কিন্তু এবার শুভেন্দু অধিকারীকে জবাব দিতে তিনি এই নন্দীগ্রামে দাঁড়িয়েছেন। তবে যেহেতু সব আসনে দলীয় প্রার্থীদের জন্য তাকে প্রচারে যেতে হয়, তাই ভবানীপুরে সেভাবে তাকে সময় দিতে দেখা যায়নি। যেভাবে তিনি নন্দীগ্রামের সময় দিচ্ছেন, তাতে তিনি যে এই আসন নিয়ে কিছুটা হলেও সংশয়ে রয়েছেন, তা তার এই পদক্ষেপের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দুই হেভিওয়েটের লড়াইয়ে যে কোনো একজনের রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে যাবে। কেননা নন্দীগ্রাম থেকে জয়লাভ করবেন একজন ব্যক্তি। সেদিক থেকে হাইপ্রোফাইল এই কেন্দ্রে কারা জয়লাভ করে, তা অবশ্যই দেখার বিষয়।

কিন্তু শেষ মুহূর্তে প্রচার এখন ক্রমশ জমে উঠতে শুরু করেছে। হাতে আর মাত্র 2 দিন। তাই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে এবার নন্দীগ্রামের জয় নিশ্চিত করতে ময়দানে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রোড শো থেকে শুরু করে দলীয় সভা, দিনভর মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা সমিতি থেকে কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!