বারাণসীতে নরেন্দ্র মোদী পুনরায় প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে লড়তে পারেন এই হেভিওয়েট তরুণ তুর্কি জাতীয় বিশেষ খবর December 30, 2018 ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী একসাথে দুটি লোকসভা আসন থেকে লড়ার সিদ্ধান্ত নেন। তার মধ্যে অন্যতম ছিল উত্তরপ্রদেশের বারাণসী। দুটি আসন থেকেই তিনি জয়ী হওয়ার পর – শেষপর্যন্ত এই বারাণসী আসনটিই নিজের জন্য তিনি রেখে দেন। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এই বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও হালে পানি পান নি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে বদলে গেছে অনেক সমীকরণ। দীর্ঘদিনের বৈরিতা ভুলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী ও বিজেপিকে হারাতে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ইতিমধ্যেই উত্তরপ্রদেশে জোট ঘোষণা করে দিয়েছে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। রাহুল গান্ধীর কংগ্রেসও সেই জোটে শামিল হতে মরিয়া। এর মধ্যেই, নরেন্দ্র মোদীর নিজের রাজ্যের পতিদার নেতা হার্দিক প্যাটেল জানিয়েছেন – নরেন্দ্র মোদী যদি পুনরায় বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিরোধী জোট যদি তাঁকে সর্বসম্মত প্রার্থী করে তাহলে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁর কোন অসুবিধা নেই। হার্দিক প্যাটেল এদিন জানান, সপা, বসপা, কংগ্রেস এককাট্টা হয়ে লড়াই করলে উত্তরপ্রদেশে বিজেপি ১০-১১ টির বেশি আসন পাবে না। এ জন্য বিরোধীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মোদীর বিরুদ্ধে লড়ার ব্যাপারে এখনই কিছু ভাবিনি। বিরোধীদের মহাজোট হলে এবং তেমন প্রস্তাব পেলে বারাণসীতে নির্বাচনে লড়াই করার ব্যাপারে ভাবব। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস যাবৎ কিষান ক্রান্তি সেনার ব্যানারে গোটা উত্তরপ্রদেশ চষে বেড়াচ্ছেন গুজরাটের বিধানসভা ভোটে কংগ্রেসের পাশে দাঁড়ানো তরুণ এই প্যাটেল নেতা। আপনার মতামত জানান -