এখন পড়ছেন
হোম > জাতীয় > গণনা শুরুর ১১ ঘন্টা পরেও স্পষ্ট নয় মধ্যপ্রদেশের চিত্র – কোন ‘ফ্যাক্টরে’ কে গড়তে পারে সরকার – জানুন বিস্তারিত

গণনা শুরুর ১১ ঘন্টা পরেও স্পষ্ট নয় মধ্যপ্রদেশের চিত্র – কোন ‘ফ্যাক্টরে’ কে গড়তে পারে সরকার – জানুন বিস্তারিত


সকাল ৮ টার সময় গণনা শুরু হয়েছে – তারপরে কেটে গিয়েছে নয়-নয় করে ১১ ঘন্টা। কিন্তু এখনও স্পষ্ট নয় মধ্যপ্রদেশের রাজ্যপাট কার দখলে যাবে? বিজেপি না কংগ্রেস কার দখলে আসবে ম্যাজিক নাম্বার ১১৬-এর বেশি আসন? ইতিমধ্যেই দুই দল বেশ কয়েকবার সেই ম্যাজিক নাম্বার ছুঁলেও – সেখানে নিজেদের জায়গা ধরে রাখতে পারেনি।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রদেশের পরিস্থিতি এইরকম –
কংগ্রেস – ১১২
বিজেপি -১০৯
অন্যান্য – ৯

প্রথমত, কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন প্রতি রাউন্ডের পর, প্রার্থীদের হাতে তুলে দিচ্ছেন সার্টিফিকেট। ফলে মনেই করা হচ্ছিল যে মধ্যপ্রদেশের ফলাফল সামনে আস্তে সন্ধ্যে গড়িয়ে যাবে। কিন্তু, গণনা শুরুর ১১ ঘন্টা পরেও চিত্রটা পরিষ্কার হবে না – এই কথা কেউ ভাবেননি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর সব থেকে মজার বিষয় হল – মধ্যপ্রদেশের ২৩০ টি আসনের মধ্যে, নির্বাচন কমিশন নিশ্চিতভাবে ফল ঘোষণা করেছে এখনো পর্যন্ত মাত্র ১৩ টি আসনের। বাকি ২১৭ টি আসনে এখনো গণনা চলছে। ফলে, কংগ্রেস বা বিজেপি – কেউই জোর গলায় বলতে পারছে না – সরকার গড়ার কথা।

এই ২১৭ টি আসনের মধ্যে আবার ৪ টি আসন এমন রয়েছে যেখানে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৫০০ ভোটেরও কম। আর ১৪ টি আসন এমন রয়েছে যেখানে ব্যবধান ১,০০০ ভোটের কম। ফলে ওই ১৮ টি আসনে যে কেউই যখন তখন বাজিমাত করতে পারেন। কেননা একটি বিধানসভা আসনের ক্ষেত্রে ৫০০-১,০০০ ভোট কোনো ব্যবধানই নয় বলে মনে করা হয়।

আর তাই, সন্ধ্যে গড়াতেই ক্রমশ জমে উঠছে ভারতের কেন্দ্রস্থলে থাকা রাজ্যের নির্বাচনী লড়াই। কংগ্রেস না বিজেপি – শেষ হাসি হাসবে কে? এখন সেদিকেই নজর সারা দেশের। তবে আশা করা হচ্ছে – আগামী কয়েক ঘন্টার মধ্যেই চিত্রটা মোটামুটি স্পষ্ট হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!