এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসন্ন লোকসভা নির্বাচনে কোন আসনে কে হতে পারেন বিজেপির প্রার্থী?

আসন্ন লোকসভা নির্বাচনে কোন আসনে কে হতে পারেন বিজেপির প্রার্থী?


লোকসভা নির্বাচনের এখনো বেশ কয়েকমাস দেরি থাকলেও ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে তার সাম্ভাব্য ফলাফল নিয়ে। এমনকি কোন আসনে কে প্রার্থী হতে পারেন তা নিয়েও শুরু হয়েছে তুমুল চর্চা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও বিজেপি-কর্মীদের ঘরোয়া আলোচনায় উঠে আসছে – কোন আসনে কে প্রার্থী হতে পারেন তার একটা সম্ভাবনা।

যদিও ইতিমধ্যেই বিজেপি নেতাকে লোকসভা নির্বাচনের নির্বাচনী কমিটির আহ্বায়ক করে বড় দায়িত্ত্ব দেওয়া হয়েছে। অমিত শাহ ও রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করে এই নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন তিনিই। তবুও, ইতিমধ্যেই যে সব আসনে যে যে প্রার্থী নিয়ে জল্পনা ছড়িয়েছে তা হল –

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কোচবিহার – শিখা চট্টোপাধ্যায়
আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
মুর্শিদাবাদ – হুমায়ুন কবীর

কৃষ্ণনগর – জয়প্রকাশ মজুমদার
ব্যারাকপুর – অর্চনা মজুমদার
দমদম – শমীক ভট্টাচার্য

বারাসাত – সায়ন্তন বসু
বসিরহাট – কাশেম আলি
কলকাতা-দক্ষিণ – চন্দ্রকুমার বোস

কলকাতা-উত্তর – রাহুল সিনহা
হাওড়া – জয় বন্দ্যোপাধ্যায়
ঘাটাল – আনিসুর রহমান

মেদিনীপুর – দিলীপ ঘোষ
পুরুলিয়া – নরহরি মাহাতো
আসানসোল – বাবুল সুপ্রিয়
বীরভূম – লকেট চট্টোপাধ্যায়

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!